সুন্দরী হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি আছে তাঁর। মিস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ ২০১৮, মিসেস এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ২০১৯, মিসেস ইন্ডিয়া এশিয়া স্টাইল আইকন ২০১৯, এশিয়া গ্র্যান্ড ইউনিভার্স ইন্টারন্যাশনাল ফিলিপাইন্স প্রভৃতি শিরোপা রয়েছে তাঁর মুকুটে। তবে এবার, বিউটি কুইন থেকে অভিনয়ে অভিষেক ঘটেছে সঙ্গীতা সিনহা-র। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘রিকশাওয়ালা’য় অন্যতম মুখ্য ভুমিকায় রূপদান করেছেন তিনি।
মেলবোর্ন এবং মাদ্রিদ ছাড়াও, আরও অনেক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘রিকশাওয়ালা’। কয়েকটি উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিতও হয়েছে ছবিটি। অভিনয়ের প্রশংসাও পেয়েছেন সঙ্গীতা। আর ছবিটি যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছোয়, সেই উদ্দেশ্যে প্রচারের এক অভিনব উদ্যোগ নিলেন সঙ্গীতা স্বয়ং। কলকাতার মল্লিকবাজার অঞ্চলে গিয়ে রিকশা-চালকদের হাতে কম্বল, স্যানিটাইজার এবং মাস্ক তুলে দিলেন তিনি। আর প্রসঙ্গত তিনি জানালেন, শুধু ছবির প্রচারের জন্যই নয়, মাঝেমধ্যে তিনি ‘অ্যাঞ্জেল ওয়েলফেয়ার সোসাইটি’-র মাধ্যমে অভাবী,অসহায় কিংবা গর্ভবতী এবং বৃদ্ধদের হাতে দিনযাপনের নানারকম সামগ্রী দিয়ে সাহায্য করেন। আর তাঁর প্রথম অভিনীত ছবিটি যেহেতু রিকশা-চালকদের মতো কিছু অচিরাচরিত নায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয় সমৃদ্ধ, তাই তিনি রিকশা-চালকদের হাতেই তাঁর দান-সামগ্রী তুলে দিলেন সম্প্রতি।
——