ইলো রেটিং-এর নিরিখে ২৮০০ পয়েন্টের বেশি পাওয়া মাত্র চার জন দাবাড়ুর মধ্যে আনন্দ একজন। বিশ্বনাথন আনন্দ ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের সেরা তিন ধ্রুপদী দাবাড়ুর একজন৷ বিশ্বের সেরা দ্রুতগতির দাবাড়ু হিসেবে সর্বজনবিদিত তাঁর নাম৷আর তাঁর জীবনই এবার চিত্রায়িত হতে চলেছে রুপোলি পর্দায়৷পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই, যিনি ইতিমধ্যেই ‘রাঞ্ঝনা’, ‘তনু ওয়েডস মনু’-এর মতো জনপ্রিয় ছবি বানিয়েছেন। এবার তিনি দক্ষিণ ভারতীয় এই দাবা কিংবদন্তীর জীবন নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী হয়ে উঠেছেন৷

বায়োপিক–এর এই ট্রেন্ডে এর আগে শামিল হয়েছে বহু খেলোয়াড়ের জীবন৷  এবার বলিউড প্রস্তুত হচ্ছে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের বায়োপিকের জন্য।খেলাধুলো ভারতীয়দের অন্যতম প্রিয় একটি বিষয়৷ এর আগে যতজন খেলোয়াড়ের জীবনকে কেন্দ্রে রেখে ছবি তৈরি হয়েছে, মানুষ তা সাদরে গ্রহণ করেছে৷এবার দাবা নিয়ে মানুষের মনে কতটা উত্তেজনা রয়েছে সেটাই প্রমাণ করবে এই ছবি৷ দীর্ঘ তিন দশক ধরে দাবার ক্ষেত্রটিতে রয়েছেন আনন্দ। এখনও প্রথম ১৫ জনের মধ্যে রয়েছেন তিনি। আনন্দের মতো তারকার জীবনযুদ্ধ দেখতে দারুণ আগ্রহী ও উন্মুখ হবেন দর্শক, এমনটাই আশা রাখছেন ছবি নির্মাতারা।

প্রসঙ্গত, নিজস্ব আক্রমণাত্মক খেলার ধরন দিয়ে নয়ের দশকে দাবায় সোভিয়েত ইউনিয়নের একচেটিয়া দাপটের জবাব দেন বিশ্বনাথন আনন্দ। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হওয়া থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই দীর্ঘ অভিযানই তুলে ধরা হবে সেলুলয়েডে। ছবিটিতে যেমন আনন্দের বিশ্বচ্যাম্পিয়নশিপের দুর্দান্ত কিছু ম্যাচের ঝলক দেখানো হবে, তেমনি তুলে ধরা হবে তাঁর জীবনের নানা দিক।

বলিউডের চলচ্চিত্র নির্মাণ সংস্থা সানডায়াল এন্টারটেনমেন্ট-এর সঙ্গে আনন্দের ইতিমধ্যেই চুক্তি সই হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি প্রযোজনা সংস্থা থেকে প্রস্তাব পেয়েছিলেন আনন্দ। শেষ পর্যন্ত সানডায়ালকেই বায়োপিকের জন্য বেছে নেন গ্র্যান্ডমাস্টার। তবে সিনেমাটিতে আনন্দের ভূমিকায় কে অভিনয় করবেন বা আর কারা কারা থাকবেন, সেই বিষয়ে কোনও কিছুই জানাননি পরিচালক।

মিলখা সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, আজহারউদ্দিন, শচীন তেণ্ডুলকর, মেরি কম- এঁদের জীবন নিয়ে ছবি হয়েছে বলিউডে। সাম্প্রতিক অতীতে হকি তারকা সন্দীপ সিংহকে নিয়েও ছবি হয়েছে। শুটিং শুরু হয়েছে ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়ালের বায়োপিকেরও।আর এবার বিশ্বনাথন আনন্দ।

নির্দেশক আনন্দ এল রাই বর্তমানে অক্ষয় কুমার, ধনুশ ও সারা আলি খান-কে নিয়ে ‘আটরঙ্গি রে’ সিনেমার শুটিং করছেন । আর এরই মধ্যেই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করে ফেললেন তিনি। দাবা খেলায় তুমুল আগ্রহ দেখেছেন তিনি ছোটোদের মধ্যে, তাই এ ছবি শুধু বড়োদেরই নয়, ভালো লাগবে ছোটোদেরও, এমনটাই মনে করছেন নির্দেশক৷২০২১ সালে ছবিটি মুক্তি পাবে। তাই শুরু হয়েছে জোর প্রস্তুতি৷

আরো গল্প পড়তে ক্লিক করুন...