শুভেন্দু দাস পরিচালিত ‘বেগ ফর লাইফ’ ছবির কাহিনির কেন্দ্রীয় বিষয় হল—ভিক্ষাবৃত্তি এবং মাফিয়ারাজ। এক মা তাঁর সন্তানকে অপরাধীর হাত থেকে বাঁচাতে পারবেন নাকি নির্মম পরিণতির শিকার হবেন, তা-ই এই ছবির ক্লাইম্যাক্স। ছবিটি ইতিমধ্যেই হাফ ডজনের বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত,সম্মানিত এবং পুরস্কৃত হয়েছে বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। এই তালিকায় আছে দাদাসাহেব ফালকে ফিলম ফেস্টিভ্যাল, টেগর ইন্টারন্যাশনাল ফিলম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান সিনে ফিলম ফেস্টিভ্যাল মুম্বাই প্রভৃতি। উল্লেখযোগ্য পুরস্কার প্রাপ্তির তালিকায় আছে রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড এবং গোল্ডেন ফক্স অ্যাওয়ার্ড।

film beg for life
Moment of 'Beg For Life' film's press conference.

পরিচালক শুভেন্দু দাস এর আগেও তাঁর বিভিন্ন ছবি এবং তথ্যচিত্রের মাধ্যমে পরিবেশন করেছেন জোরালো সামাজিক বক্তব্য। ‘বেগ ফর লাইফ’-এও তিনি বজায় রেখেছেন একই ধারা।

‘সৌম্যদীপ ফিলমস’-এর ব্যানারে ‘বেগ ফর লাইফ’ প্রযোজনা করেছেন সৌম্যদীপ মণ্ডল। এই ছবিতে জীবনের শেষতম অভিনয় করেছেন প্রয়াত তাপস পাল। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, শ্রীকান্ত মান্না, রনি বিসোয়াল, রূপম দাস, সৌমাল্য সাধুখাঁ, সায়নদীপ দে, প্রীতি নায়েক প্রমুখ।

ছবিটির চিত্রগ্রহনের দায়িত্বে ছিলেন আবির দত্ত। গান লিখেছেন সুরজিত বারিক। সুরারোপ করেছেন সুমন্ত সামন্ত। কন্ঠদান করেছেন স্নেহা বিশ্বাস এবং জয়দীপ সেন। ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলা 'বেগ ফর লাইফ' ছবিটি সবার মন জয় করে নেবে, এমন-ই আশা প্রকাশ করেছেন পরিচালক শুভেন্দু দাস।

beg for life
Shooting still of film 'Beg For Life'. Actor Tapas Pal (late).

------

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...