সকলেই বর্ষা আসার অপেক্ষায় থাকেন কারণ বর্ষা আসা মানে গরম থেকে মুক্তি। এই আবহাওয়া যতই প্রশান্তি আনুক না কেন, ভুললে চলবে না এই আবহাওয়ায় আর্দ্রতাও অত্যন্ত বেশি যেটা কিনা অ্যাক্নে হওয়ার কারণ। যাদের ত্বক তৈলাক্ত এবং কম্বিনেশন ত্বক তারা এই মরশুমে সমস্যায় পড়েন। দুশ্চিন্তা করা এই সমস্যার সমাধান নয় বরং প্রয়োজন সঠিক বিউটি প্রোডাক্ট ব্যবহার করা। যেটি ত্বক পরিষ্কার করার সঙ্গে সঙ্গে পিএইচ লেভেল-এরও ভারসাম্য বজায় রাখবে। যার ফলে বর্ষার মরশুম যেমন এনজয় করতে পারবেন, তেমনি ত্বকে অ্যাক্নে-রও সমস্যা থাকবে না। এর জন্য Bioderma Sebium Gel moussant সব থেকে ভালো প্রোডাক্ট, যেটি আপনার ত্বক হেলদি এবং পরিষ্কার রাখতে সাহায্য করে।

অ্যাকনে- সমস্যা কেন হয় ?

বর্ষার মরশুমে আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। যার জন্য ত্বকে সিবাম-এর অতিরিক্ত উৎপাদনের ফলে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে এবং ব্যাক্টেরিয়ার আক্রমণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। চটচটে তৈলাক্ত ত্বকে সহজেই নোংরা, ঘাম আটকে যায় বলে ত্বকের পোরস বন্ধ হয়ে যায় সঙ্গে অ্যালার্জি, অ্যাক্নে ব্রেকাউটস-এরও বাড়বৃদ্ধি হয়। কম্বিনেশন এবং অয়েলি ত্বক যাদের, তাদের বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। যত্নের অভাবে ত্বকের বেরিয়ার ঠিকমতো কাজ করতে পারে না ফলে অ্যালার্জি এবং ত্বকের পোরস বন্ধ হয়ে যায়। এতে মুখে Acne-এর সমস্যা শুরু হয় ও ত্বকের রং-ও ফ্যাকাশে হতে থাকে। এই পরিস্থিতিতে সঠিক ক্লিনজার ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে।

বায়োডার্মা- সিবাম জেল moussant

এটির বিশেষত্ব হল, ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে পরিষ্কার করে। এতে জিংক সালফেট ও কপার সালফেট-এর মতো উপাদান আছে, যেগুলি ত্বকের কোনওরকম ক্ষতি না করে এপিডার্মিস লেয়ার অর্থাৎ ত্বকের উপরি পরত পরিষ্কার করে সিবাম সিক্রিয়েন কমাতে সহায়তা করে। এর ফলে অ্যাকনে-এর সমস্যা হয় না। অ্যাকনে-এর কারণে হওয়া ত্বকের দাগছোপও এতে দূর হয়। এটির সোপ-ফ্রি ফর্মুলা ত্বকের পিএইচ লেভেল-এরও ভারসাম্য বজায় রাখে, যাতে নতুন সমস্যা দেখা দেওয়া ছাড়াই ত্বকের সমস্যা ঠিক হয়ে যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...