ইংরেজিতে একটা ছড়া আছে, ‘রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেন অ্যানাদার ডে’। প্রতিবার বর্ষা এলে আমাদের চুলও হয়তো এই একই কথা বলে। বৃষ্টিতে ভেজার ব্যাপারটা বেশ রোমান্টিক। শরীর এতে সজীবতা অনুভব করলেও, চুলে কোনওভাবেই রোমান্সের ছোঁয়া লাগে না। বৃষ্টির ধারা অনেক ক্ষতিকারক পদার্থও পৃথিবীর বুকে নামিয়ে নিয়ে আসে যার দ্বারা চুলের ক্ষতি হয়। এগুলি চুলের গোড়া আলগা করে, ফলে চুল দুর্বল হয়ে পড়ে।

প্রথমেই প্রয়োজন Hair Care, বর্ষায় নিয়মিত চুলে শ্যাম্পু করা। নিয়মিত চুল পরিষ্কার না রাখলেই তৈলাক্ত স্ক্যাল্প, অত্যধিক চুলপড়া, খুসকি এবং রুক্ষতার সমস্যায় জর্জরিত হতে হয়। বর্ষাকালের আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায়, চুল ড্যামেজ হওয়ার প্রবণতা বেড়ে যায়। সূর্যের প্রখর তাপ যেমন চুলের পক্ষে ক্ষতিকারক তেমনি হাওয়াতে চুল খোলা রাখলেও চুলের ক্ষতি হয়।

চুলের সমস্যা

বর্ষায় চুলের অনেকরকম প্রবলেমের মধ্যে সব থেকে কমন হল চুলের আঠাভাব, খুসকি এবং তৈলাক্ত চুল। আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় চুল হয়ে পড়ে প্রাণহীন এবং রুক্ষ। বর্ষায় তাপমাত্রা কমে যায় ঠিকই কিন্তু অসম্ভব হিউমিডিটি বেড়ে যাওয়াতে চুলের অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। বর্ষার জলে ক্লোরিনের মাত্রা বেড়ে যাওয়াতে চুল ব্লিচ হয়ে যায় এবং এটা চুলের ক্ষতিও করে।

বর্ষার জলে চুল ভিজলে এই প্রবলেমগুলো আরও বেড়ে যায়। তাই বৃষ্টিতে ভিজে গেলে অবশ্যই বাড়িতে এসে প্রথমেই শ্যাম্পু করে নেওয়া দরকার। Hair Care–এর বিশেষ খেয়াল রাখা উচিত যাতে বৃষ্টিতে চুল সবসময় শুকনো থাকে এবং চুল ভিজে থাকলে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া উচিত। বর্ষায় লিভ-অন কন্ডিশনার চুলের জন্য ব্যবহার করতে পরামর্শ দেন ডার্মাটোলজিস্টরা।

বর্ষায় আর-একটি সমস্যা হল প্রাণহীন, তৈলাক্ত, নেতিয়ে পরা চুলের গুচ্ছ। চুল তৈলাক্ত হলে স্বভাবতই তা দেখতে খারাপ লাগে এবং এটি স্ক্যাল্পকেও রুক্ষ করে তোলে। এইরকম প্রাণবিহীন চুলে দরকার প্রতিনিয়ত শ্যাম্পু করা, যা চুলকে দেবে ভলিউম। প্রাকৃতিক তত্ত্বে ভরপুর ‘রোজমেরি’ চুলকে দেয় এক্সট্রা বাউন্স এবং ভাইটালিটি। বর্ষায় সবথেকে জরুরি হল চুল নিয়মিত পরিষ্কার রাখা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...