আমার বয়স ২৬ বছর। সামনেই আমার বিয়ে। Beauty Problems সম্পর্কে আপনাদের শরণাপন্ন হচ্ছি৷ আমার ত্বক খুবই স্পর্শকাতর৷ সেই কারণেই আমি ত্বকের উপর বেশি এক্সপেরিমেন্ট করি না৷ কিন্তু এখন দেখছি তা না করেও অনেক রকম সমস্যা হচ্ছে৷ এই যেমন খেয়াল করছি আমার মুখে ছোটো ছোটো ফুসকুড়ি বেরিয়েছে। এই ফুসকুড়ি-গুলো সারাবার কোনও উপায় আছে কি? আসলে সামনেই বিয়ে৷ তাই চাই না এগুলোর কারণে মুখটা বিশ্রি দেখতে লাগুক৷প্রসাধনী সাধারণত মুখে দিই না৷ কিন্থু বিয়েতে তো মেক-আপ করতেই হবে৷ তাই ভাবছি সমস্যা বাড়বে না তো?
এ ছাড়া বিয়ের দিন ত্বকের ক্ষত লুকোতেও মেক-আপ দরকার হবেই। আমি জানতে চাই যে, ফাউন্ডেশন স্কিনটোনের সঙ্গে ম্যাচ না হলেও যদি সেটা ত্বকে লাগানো হয়, তাহলে কি মেক-আপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে?
ত্বকের নানা সংক্রমণে অনেককেই ভুগতে হয়৷ আর ব্রণ-ফুসকুড়ি এসব তো লেগেই থাকে৷ এগুলো যে শুধু টিন-এজারদেরই অপ্রস্তুতে ফেলে, তেমন নয়৷ যে-কোনও বয়সেই হতে পারে ফুসকুড়ির সমস্যা৷ বিশেষ করে কোনও অনুষ্ঠানের আগে যদি মুখের ত্বকে ফুসকুড়ির সমস্যা জেখা জেয়, তাহলে অস্বস্তি হয় ঠিকই৷
এবারে আসি নিরাময়ের প্রসঙ্গে৷ ফুসকুড়িগুলো নখ দিয়ে একেবারেই খুঁটবেন না, নয়তো বিশ্রী দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ফুসকুড়িগুলি শুকোবার জন্য ১ চামচ মুলতানি মাটি, নিমপাতা পিষে এবং গোলাপজল মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে লাগাতে হবে। এই প্যাক লাগালে কিছুদিনের মধ্যেই ফুসকুড়ি শুকিয়ে যাবে এবং ফুসকুড়ি হওয়াও কমবে। এছাড়াও দাগ দূর করার জন্য কসমেটিক ক্লিনিক থেকে মাইক্রোডার্মা অ্যাব্রেজার বা লেজার থেরাপি করানো যায়। এই থেরাপিতে লেজার রশ্মির সাহায্যে ত্বককে রি-জেনারেট করে নতুন রূপ দেওয়া হয়।
সামনেই আপনার বিয়ে হবে জানিয়েছেন। সেদিনটা সব মেয়েই চায় নিজের সৌন্দর্য জাহির করতে। সঠিক মেক-আপ-ই পারে ত্বকের সব রকম ত্রুটি, Beauty Problems ঢাকতে। মেক-আপ করাটা যেমন একটা আর্ট তেমনি মেক-আপের জন্য সঠিক প্রোডাক্ট বাছাটাও একটা আর্ট। এতে হওয়া সামান্য একটা ভুলও কিন্তু মেক-আপের ম্যাজিক নষ্ট করে দিতে পারে। মুখে মেক-আপ করার সময় স্কিন টোনের সঙ্গে ম্যাচ না করে যদি ফাউন্ডেশন লাগানো হয়, তাহলে সেটা মস্ত বড়ো একটা ভুল। আমাদের ন্যাচারাল স্কিন টোন বেশির ভাগ ৪টি রঙের হয়- ইয়েলো, পিংক, অলিভ অথবা পীচ রং। সুতরাং মেক-আপ বেস স্কিন টোনের সঙ্গে ম্যাচ করানো খুব জরুরি।আপনি একজন প্রফেশনাল-এর পরামর্শ নিন৷ Skin Complexion অনুযায়ী তিনিই সঠিক ফাউন্ডেশন বেছে দেবেন৷