রিয়া নিজের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সুন্দরী না হলেও ভালো দেখতে বলা চলে তাকে। ত্বকের গ্ল্যামার এখনও আগের মতোই আছে কিন্তু বয়স বাড়ছে। ও যে-পেশায় রয়েছে তাতে গ্ল্যামার ধরে রাখার প্রয়োজন রয়েছে। ৩০-এর কোটা দুবছর আগেই পার করে এসেছে সে। রিয়া মনে মনে ঠিক করে নেয় কোনও ভালো বিউটিশিয়ানের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে নেবে।

গ্ল্যামার ধরে রাখার ইচ্ছে প্রতিটি নারীই মনে মনে পোষণ করে। অতীতে ভেষজ প্রসাধনী ব্যবহারের মাধ্যমে নারীরা নিজেদের রূপচর্চা করতেন। ত্বকের যত্ন নিতেন, যৌবন ধরে রাখার প্রচেষ্টা চালাতেন। এখন বিজ্ঞানের যুগে চিন্তাধারার পরিবর্তন হয়েছে। বাড়ির ন্যাচারাল প্রোডাক্টস ছাড়াও এখন বাজারে বিকল্প রয়েছে৷বড়ো বড়ো প্রসাধনী কোম্পানিগুলো নিয়ে এসেছে দামি এবং ফলপ্রদ বিউটি প্রোডাক্টস। এগুলোই এখন মহিলারা ব্যবহার করছেন রূপ-যৌবন অক্ষুণ্ণ রাখার জন্য। স্বাস্থ্যোজ্জ্বল চেহারা এবং নিখুঁত ত্বক বজায় রাখার জন্য বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট করাতেও এখন আর কেউ পিছপা হচ্ছে না।

আধুনিক চিকিৎসাশাস্ত্রে ডার্মাল ফিলার এখন বলিরেখা দূর করে ত্বককে সজীব রাখার আধুনিকতম উপায়। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের টানটান ভাব নষ্ট হয়ে যায়। ত্বক ঝুলে পড়ে ফলে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। চোখের নীচের ত্বক কুঁচকে যায়, গাল ভিতর দিকে ঢুকে গিয়ে গর্তের সৃষ্টি হয়। ঠোঁটের ত্বকও তার কোমলতা হারিয়ে ফেলে শক্ত এবং রুক্ষ হয়ে ওঠে।

নন-সার্জিক্যাল কসমেটিক ট্রিটমেন্ট

ডার্মাল ফিলার এক ধরনের নন-সার্জিক্যাল কসমেটিক ট্রিটমেন্ট যার দ্বারা ঠোঁটের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে এনে ত্বককে টানটান, উজ্জ্বল এবং মসৃণ করে তোলা যায়। এই পদ্ধতির সাহায্যে ত্বকের বলিরেখা, কোঁচকানো ভাব অথবা ত্বকের যে-কোনও সমস্যারই সমাধান করা সম্ভব হয়। প্রকৃতিগত কারণে এবং সূর্যের প্রখর রশ্মির জন্যেও বয়স বাড়ার সঙ্গে ত্বকেও যৌবন হারিয়ে বার্ধক্যজনিত বলিরেখার প্রভাব পড়তে দেখা যায়। এছাড়াও স্মোকিং, সঠিক ডায়েট অনুযায়ী খাদ্যগ্রহণ না-করা ইত্যাদি কারণও রয়েছে, ত্বকের বার্ধক্যজনিত ক্ষয়ক্ষতির জন্য।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...