প্রতিটি মেয়ের স্বপ্ন, উজ্জ্বল এবং দাগহীন মুখশ্রীর। ত্বক সুস্থ থাকলে নিজের মধ্যে আত্মবিশ্বাস আসে এবং মনও ভালো থাকে। এমন মুখশ্রী পেতে আপনার পার্লারে যাওয়ার দরকার নেই কারণ আমরা আপনাকে ফুলের মতো সুন্দর মুখ পেতে এমন কিছু Face Pack তৈরির প্রক্রিয়া বলব, যা আপনি ঘরেই তৈরি করতে পারেন।

ত্বকের প্রকৃতি অনুযায়ী গাঁদা, গোলাপ, জুঁই, জবা, ল্যাভেন্ডার প্রভৃতি ফুল দিয়ে তৈরি ফেস প্যাকের নিয়মিত ব্যবহার ত্বককে দাগহীন ও উজ্জ্বল করে তুলতে পারে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই ফুলের ফেস প্যাকগুলি তৈরি করা যাবে।

১. গোলাপ এবং গমের মাস্ক

এটি তৈরি করতে, ২ চা চামচ গোলাপের পাপড়ি গুঁড়ো, ১ চা চামচ গমের ভুসি এবং ২ চা চামচ দুধ মিশিয়ে নিন। তারপর এটি মুখ এবং ঘাড়ে প্রয়োগ করুন এবং শুকিয়ে যেতে দিন। তারপর এটি ধুয়ে ফেলুন এবং মুখ মুছে ফেলুন। আপনার মুখে উজ্জ্বলতা আসবে।

২. জেসমিন এবং দইয়ের প্যাক

এই প্যাকটি লাগালে মুখের মৃত ত্বক দূর হবে এবং মুখের উজ্জ্বলতা বাড়বে। এর ফলে আপনাকে ফর্সা দেখাবে। এটি তৈরি করতে ১ চা চামচ দই, ১ চা চামচ চিনি এবং ১ মুঠো জুঁই ফুলের পাপড়ি পিষে নিন। মুখে লাগিয়ে শুকিয়ে যেতে দিন, তারপর ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

৩. ল্যাভেন্ডার এবং ওটস প্যাক

ল্যাভেন্ডার আপনার ত্বক স্ক্রাব করবে এবং ওটস আপনার ত্বককে সাদা করে তুলবে। এটি তৈরি করতে ১ চা চামচ ওটস পাউডার প্রস্তুত করুন। সেদ্ধ ল্যাভেন্ডার পাতা ফিল্টার করে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটিতে ওটস পাউডার যোগ করুন এবং এটি মুখ এবং ঘাড়ে লাগান। শুকানোর পরে মুখ ধুয়ে ফেলুন।

৪. গোলাপ এবং চন্দনের প্যাক

এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য ভালো। এটি লাগালে মুখ থেকে পিগমেন্টেশন দূর হবে এবং মুখ পরিষ্কার হবে। এই প্যাকটি তৈরি করতে ৩টি মাঝারি আকারের গোলাপ নিয়ে সেদ্ধ করুন। তারপর এগুলি ফিল্টার করে পিষে চন্দনের গুঁড়ো এবং দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখ এবং ঘাড়ে প্রয়োগ করুন এবং শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...