শ্যামলা ত্বককে উজ্জ্বল করতে নানারকমের উপচার রয়েছে। কিন্তু কোন ত্বকের উপর কী ধরনের রূপটান ব্যবহার করলে তা কার্যকরী হবে, তার পুরোটাই নির্ভর করবে আপনার ত্বকের প্রকৃতির উপর। তাই সবার আগে জানা জরুরি আপনার ত্বকের প্রকৃতি সম্পর্কে। যদি ত্বকে ট্যান পড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে উপচার হবে আলাদা, আবার গ্লো-হীন ত্বকের জন্য রয়েছে আলাদা আলাদা ঘরোয়া উপাদান।

ট্যান ফ্রি ত্বক পেতে -

১) পাকা পেঁপে অথবা পাকা কলা ভালো ভাবে ম্যাশ করে নিয়ে ট্যান পড়ে যাওয়া অংশে লাগান। ট্যানের পাশাপাশি এটি শুষ্ক ত্বকের জন্যও দারুণ রেমিডি।

২) যদি ট্যানের সাথে সাথে পিম্পল-এর সমস্যাতেও ভোগেন, সেক্ষেত্রে আলু আর টম্যাটোর রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে, শুষ্ক ত্বকের জন্য এই রূপটান একেবারেই উপযুক্ত নয়। কারণ এগুলির ব্যবহারে ত্বক আরও বেশিমাত্রায় রুক্ষ হয়ে উঠবে। দিনের যে-কোনও সময় এমনকী রাতেও ব্যবহার করতে পারেন এই রূপটান।

৩) বাজারে বিভিন্ন কোম্পানির অক্সিজেন-যুক্ত লাইটনিং মাস্ক পাওয়া যায়। যেগুলি খুব দ্রুত শ্যামলাভাব দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এগুলি ত্বকের টেক্সচার অনুযায়ী বানানো হয়ে থাকে। শুধু খেয়াল রাখবেন সেটি অবশ্যই যেন ব্র্যান্ডেড হয়।

৪) ১ চামচ দুধ, ১ চামচ ক্রিম আর ১ চামচ ওট্স পাউডার একসাথে মিশিয়ে মুখের উপর হালকা হাতে রাব করুন। ১০ মিনিট রেখে দিন। তৈলাক্ত ভাব দূর করতে দইও ব্যবহার করতে পারেন। এতে শুধুমাত্র ট্যান দূর হয় তাই নয়, ত্বকের জন্যও এটি ভালো এক্সফোলিয়েশন।

একটা বিষয় মাথায় রাখবেন কোনও কিছুর বিনিময়েই কারওর কপ্লেকশন বদলানো সম্ভব নয়, তবে এগুলির ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, টানটান, মোলায়েম এবং দাগমুক্ত।

ত্বক উজ্জ্বল করতে -

ত্বক উজ্জ্বল রাখার প্রথম ধাপটি হল প্রতিদিন নিয়মিত ভাবে ত্বক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

১) প্রতিদিন স্নানের আগে বেসনের মধ্যে সামান্য কাঁচা হলুদবাটা মিশিয়ে সেই মিশ্রণটি মুখে, হাতে, গলায়, পায়ের খোলা অংশে লাগান। হালকা হাতে রাব করুন। পাঁচ মিনিট রেখে একটা টানটান ভাব তৈরি হলেই ভালো ভাবে ধুয়ে ফেলুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...