বিয়ের দিন যাতে সুন্দর দেখতে লাগে সেটা সব মেয়েই চায়৷ কিন্তু তার জন্য প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকে৷ আপনার ত্বক উজ্জ্বল ও কোমল দেখানোর জন্য,একটা  প্রিওয়েডিং স্কিনকেয়ার রুটিন ফলো করতে হবে।মনে রাখবেন আপনার মুখ মেক আপ প্রফেশনাল –এর কাছে একটা সাদা ক্যানভাসের মতো। সেখানেই মেকআপ আর্টিস্ট তাঁর জাদু ফুটিয়ে তুলবেন। সুতরাং এই ক্যানভাস সযত্নে মেইনটেন করে রাখার দায়িত্ব আপনার।জেনে নিন কীভাবে নেবেন বিয়ের আগে নিজের যত্ন।

আপনার যদি এমন ধারণা থাকে যে, বিয়ের মাত্র এক সপ্তাহ আগে ত্বকের যত্ন নেওয়া যথেষ্ট-- তাহলে আপনি ভুল ভাবছেন।ছ’মাস আগে থেকে প্রস্তুতি নিন। ডার্মেটোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার সঙ্গে স্কিন কেয়ার রুটিন নিয়ে কথা বলুন। তারপর যেটা আপনার ত্বকের উপযোগী সেটা করুন।আমরা কয়েকটি বেসিক রুটিনের কথা এখানে আলোচনা করব যা সবার ক্ষেত্রেই উপকারী৷

প্রতিদিন ত্বক এক্সফোলিয়েট করুন

এক্সফোলিয়েশান মানে হল ত্বকের মৃত কোশ তুলে ফেলা। নিয়মিত এক্সফোলিয়েশান করলে মৃত কোশ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। তবে মনে রাখবেন সপ্তাহে দু তিন বারের বেশি এক্সফোলিয়েট করবেন না। কারণ বেশি এক্সফোলিয়েশান ত্বকের পক্ষে ক্ষতিকর।

ঠোঁটের পুরোপুরি যত্ন না নিয়ে লিপস্টিক লাগাবেন না। সবার আগে দরকার ঠোঁটেরও মৃত কোশ তুলে ফেলা। তার জন্য একটা ভেজা টুথ ব্রাশ নিয়ে খুব ধীরে ও হাল্কা করে ঠোঁটে বোলান। এরপর ঠোঁটে লিপবাম বা ভেসলিন লাগিয়ে নিন। একজন হবু কনের জন্য এটা মাস্ট।

সানস্ক্রিন মাস্ট

সূর্যের রশ্মি আমাদের ত্বকের কতটা ক্ষতি করে সেটা বাইরে থেকে চট করে বোঝা যায় না। এর প্রভাব ধীরে ধীরে বোঝা যায় যখন ত্বক নির্জীব ও দাগছোপযুক্ত হয়ে পড়ে। তাই বাড়ি থেকে যখনই বেরবেন সানস্ক্রিন ব্যবহার করবেন। এসপিএফ ৫০ হলে ভালো হয়। শীতকালেও সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ।

চাপমুক্ত থাকুন

বিয়ের আগে যতটা পারবেন মেডিটেশন করুন৷ আনন্দে থাকাটাও মাস্ট৷ স্পা, ফেসিয়াল, মাসাজ এসব করে নিজেকে খুশি রাখুন। চাপমুক্ত থাকার চেষ্টা করুন। কারণ আপনার মন ফুরফুরে থাকলে তার প্রভাব আপনার ত্বকে পড়বে। বিয়ের দিন কী হবে এই ভেবে শুধু শুধু টেনশন করবেন না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...