আমাদের চারপাশের দূষণ, ধুলো ধোঁয়ার পরিবেশ, রুক্ষ আবহাওয়া এবং ঘাম চুলের ক্ষতি করে। এছাড়া চুলের প্রতি অযত্নের কারণে চুল পুষ্টিহীনতায় ভোগে। ফলে চুল লম্বা হতে চায় না, পাতলা হয়ে যায় এবং চুল ঝরে পড়ার সমস্যা বেড়ে যায়।সঙ্গে বাড়ে খুশকির প্রকোপ। এই পরিস্থিতিতে কী ভাবে যত্ন নেবেন চুলের, আসুন জেনে নেওয়া যাক।

চুলের  ভেষজ প্যাক

Herbal pack  তৈরি করতে  প্রথমে হাফ কাপ আমলকী শুকিয়ে গুঁড়ো  করে নিন। সাথে হাফ কাপ মৌরি গুঁড়ো করে গরম জলে ভিজিয়ে রাখুন। একটু উষ্ঞ গরম অবস্থায় স্ক্যাল্পে লাগালে খুশকি চলে যাবে। এই প্যাকটা সপ্তাহে দু’ দিন ব্যবহার করুন। অবশ্যই উপকার পাবেন। আর-একটা কথা মনে রাখা প্রয়োজন। যাদের চুল ঝরে বেশি, তাদের নিয়মিত চুলে তেল দিতে হবে। কিন্তু তেল দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম মাথায় রাখতে হবে। তেল দেওয়ার আগে একটি আলাদা প্যাক বানিয়ে নিতে পারেন। আধা ইঞ্চি আদা, ২টো রসুন কোয়া, আস্ত একটি পেঁয়াজের রস বের করে নিন। চুলে ভালো করে এই রস মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর খাঁটি নারকেল তেল অথবা আমন্ড অয়েল হালকা গরম করে নিন। এরপর আঙ্গুলের ডগায় তেল মিশিয়ে নিয়ে ভালো করে চুলে ম্যাসাজ করুন। এতে চুল পড়া কমে যাবে।

মেহেন্দির Hair Pack

দু’কাপ মেহেন্দিপাতা ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।এবার একটি পরিষ্কার পাত্রে মেহেন্দিপাতার পেস্ট এর সাথে টক দই,নারকেল তেল এবং ডিমের সাদা অংশ ভালো ভাবে মিশিয়ে নিয়ে, তৈরি করে নিন প্যাক। দ্রুত চুল লম্বা করতে অত্যন্ত কার্যকরী মেহেন্দিপাতা আর টক দইয়ের হেয়ার প্যাক। মাথার ত্বকে, চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার ব্রাশ এর সাহায্যে মেহেন্দিপাতার হেয়ার প্যাক এর মিশ্রণ লাগিয়ে নিন।৫ মিনিট আলতো ভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার কাপড়ের সাহায্যে চুল সমেত মাথা পেচিয়ে বেঁধে নিন।এভাবে আরও ৫ মিনিট অপেক্ষা করে প্রথমে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ভালো ভাবে পরিষ্কার করে নিন। 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...