প্রত্যেকেরই ত্বকের ধরন আলাদা আলাদা। সকলেরই উচিত নিজের ত্বক সম্পর্কে জানা। ত্বকের টাইপ, কী কী প্রোডাক্টস সেই ত্বকে সুট করবে এবং কোনটা করবে না ইত্যাদি। ওয়্যাক্সিং-এর পর অ্যাস্ট্রিনজেন্ট বা ক্লিনজিং ত্বকের রোমছিদ্র খুলতে সাহায্য করে। এরপর টোনার ব্যবহার করুন যাতে ত্বকের রোমছিদ্র আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। Skin care সম্পূর্ণ আপনার হাতে, সুতরাং সব থেকে ভালোটাই বাছুন।

সব মহিলাই স্বপ্ন দেখেন উজ্জ্বল এবং সুন্দর ত্বক পাওয়ার। সব মরশুমেই ত্বক নিজেকে ঋতু অনুযায়ী বদলাতে থাকে। আমাদের উচিত ত্বকের প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখা। ওয়্যাক্সিং আপনার কনফিডেন্স চতুর্গুন বাড়িয়ে তুলবে যদি সত্যিই আপনি ত্বকের পরিচর্যা করেন। আপনি কি জানতে চান কীভাবে এটা করা সম্ভব? দূষণ এবং সূর্যের অত্যধিক তাপ ত্বকের এজিং-এর প্রভাব দ্রুত করে। এগুলির খেয়াল রেখে আপনি ত্বকের রুক্ষতা এবং এজিং থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারেন।

Waxing-এর পর ত্বককে সুরক্ষিত রাখুন

আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে ওয়্যাক্সিং-এর পর অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করুন এবং ত্বক ড্রাই হলে ক্লিনজিং মিল্ক বা টোনার ব্যবহার করতে ভুলবেন না। এগুলি ত্বকের যৌবন এবং সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করবে। ওয়্যাক্সিং-এর পর ত্বক ড্রাই এবং রুক্ষ হয়ে পড়ে সুতরাং ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। অবাঞ্ছিত রোম কার পছন্দ? এটি রোধ করার সবথেকে ভালো বিকল্প হল ওয়্যাক্সিং। ওয়্যাক্সিং-এর পর ত্বকে লালচে ভাব এবং শুষ্কতা হল কমন সমস্যা। কিন্তু আমাদের হাতেই রয়েছে ত্বকের যত্ন করার উপায়। লোশন, অ্যাস্ট্রিনজেন্ট, টোনার এবং গোলপজল ব্যবহার করুন ত্বকের সুরক্ষার জন্য।

টাইট পোশাক পরবেন না

গ্রীষ্ম আসছে৷ এই সময় ত্বকের আরাম প্রয়োজন৷ সুতরাং এখন টাইট পোশাক পরা উচিত নয়। এতে ত্বকে হাওয়া চলাচল ব্যহত হবে এবং রেডনেস ও ফুসকুড়ির সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ত্বককে একটু সময় দিন, ভালো করে নিশ্বাস নিতে দিন, যাতে ত্বক আরও উজ্জ্বল এবং মসৃণ হয়। সুতির ঢিলে পোশাক পরুন যাতে ত্বকের কোনও ক্ষতি না হয় এবং যে-কোনও আউটফিট ভালো ভাবে ক্যারি করতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...