মেক-আপ ট্রেন্ডস-এ এখন ম্যাট ভীষণভাবে ইন। অল টাইম ফ্রেশ লুকের জন্য ম্যাট মেক-আপ প্রোডাক্টস্ ব্যবহার করার বিশেষ টেকনিক রয়েছে। লং-লাস্টিং, ফ্রেশ লুক, ন্যাচারাল শেডস– এই বিশেষত্বই আপনার লুক্স-কে আলাদা করবে সবার থেকে। ম্যাট বিউটি হিসাবে নিজেকে প্রজেক্ট করতে জেনে নিন এর টেকনিক।

ম্যাট মেক-আপ সেলেব্রিটিদের পছন্দ

ম্যাট ফিনিশ এখন বলিউডে দারুন ভাবে ইন। তাই হিন্দি ছবির অভিনেত্রীদের কাছে দারুণ জনপ্রিয়। হালফিল ছবিতে বহু নায়িকাকেই পর্দায় দেখা যায় এই ধরনের স্টাইলাইজড্ মেক-আপ-এ। করিনা কপূর, অ্যাশ ও দীপিকা পাডুকোন এঁদের মধ্যে অন্যতম।

ম্যাট মেক-আপ প্রোডাক্টস্

ম্যাট মেক-আপ প্রোডাক্টস্ সাধারণত অয়েল ফ্রি হয়ে থাকে। ক্রিমি, গ্লসি, শাইনি, শিমারি কসমেটিক্স-এর মতো, এটি ব্যবহার করলে অয়েলি ভাব আসে না, বরং বোল্ড পাউডারি এফেক্ট দেখা যায়। এর টেক্সচার যেহেতু খুব মসৃণ, তাই অ্যাপ্লাই করার পর স্মুদ অ্যান্ড ফ্রেশ লাগে।

ম্যাট কসমেটিক লিপস্টিক বা আইলাইনার ছাড়াও প্রচুর ম্যাট প্রোডাক্টস্ এখন বাজারে মেলে। তার মধ্যে আছে ম্যাট ফাউন্ডেশন, প্রাইমার, ম্যাট ফিনিশ পাউডার, আইলাইনার, আইশ্যাডো, মাসকারা, লিপস্টিক, লিপ লাইনার, ব্লাশার, নেল পলিশ প্রভৃতি। ম্যাট ফিনিশ লুকের জন্য এগুলি ব্যবহার করতে পারেন, যা অল্প সময়েই আপনাকে বিভাময়ী করে তুলবে।

ম্যাট মেক-আপ প্রোডাক্টস্-এর বৈশিষ্ট্য

লংলাস্টিং-যে-হেতু ম্যাট কসমেটিক মূলত পাউডার বেসড্, তাই এটা চট করে তৈলাক্তভাব এনে দেয় না এবং ছড়িয়েও যায় না। অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর সেট হয়ে যায় আর দীর্ঘক্ষণ একই রকম থাকে। তুলনায় ক্রিমি বা গ্লসি মেক-আপ অনেক তাড়াতাড়ি স্মাজ করে এবং মেক-আপের ফ্রেশনেস চলে যায়।

ফ্রেশ লুক - অন্যান্য কসমেটিক প্রোডাক্টের মতো, ম্যাট প্রোডাক্টে মিনারেল অয়েল ও পেট্রোলিয়াম জেল থাকে না। ফলে দীর্ঘক্ষণ এর শেড-এর কোনও তারতম্য থাকে না। একইরকম গাঢ় হয়ে সেট থাকে। এই জন্যই একটা ফ্রেশ লুক সবসময় বজায় থাকে।

ইয়ং এফেক্ট -ম্যাট কসমেটিক্স-এর টেক্সচার খুব মসৃণ হয়। এই মেক-আপ অ্যাপ্লাই করার ফলে চোখের নীচের

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...