নিত্যনতুন প্রসাধন সামগ্রী বিশ্বেব্যাপী বাজারকে জমজমাট করে রেখেছে। বিজ্ঞাপন দেখে সঙ্গে সঙ্গে সেসব সামগ্রী কিনতে ইচ্ছে করলেও ব্যবহারের আগে প্রোডাক্টটি সম্পর্কে সবকিছু জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক। কোন কসমেটিক প্রোডাক্টটি আপনার ত্বকের জন্য উপযুক্ত এবং মেক-আপ-এর কোন কালার আপনার বেছে নেওয়া উচিত সেই সম্পর্কে কিছু টিপস দেওয়া হল।

 

রিভোলিউশনারি বিউটি প্রোডাক্টস

সিলিকোন মেক-আপ ব্লেন্ডার : এই স্পঞ্জটি ব্যবহার করা হয় সঠিক ভাবে ফাউন্ডেশন এবং কনসিলার লাগাবার জন্য। জলে ভিজিয়ে এবং হাত দিয়ে চেপে জল ফেলে দিয়ে এটিকে কাজে লাগানো হয়।

ফেসিয়াল ক্লিনজিং ডিভাইস : এটি মেক-আপ পরিষ্কার করার সঙ্গে সঙ্গে তৈলাক্ত ত্বকেও অত্যন্ত কার্যকরী। এটি মৃত কোশ দূর করার পাশাপাশি ত্বকের শোষণ ক্ষমতাও বৃদ্ধি করে।

ফেস স্লিমিং চিন লিফটিং স্ট্র‌্যাপ : লাইক্রা দ্বারা প্রস্তুত এই স্ট্র‌্যাপ মুখ এবং থুতনিকে সংকুচিত করে পাতলা এবং ডবল চিন রোধ করতে সাহায্য করে। মার্কেটে পাওয়া যায় এই প্রোডাক্টগুলি। এগুলির দাম নির্ভর করে ব্র‌্যান্ড, কোয়ালিটি এবং প্রোডাক্ট টাইপ-এর উপর।

উইমেন বডি কর্সেট, টামি টাকার, বডি শেপার : প্রোডাক্টটি নানা নামে মার্কেটে অ্যাভেলেবল। মেদবহুল শরীরকে শেপ-এ আনতে এটি ব্যবহৃত হয়। ব্লেন্ডেড কটন এবং স্প্যানডেক্স ফ্যাব্রিক দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলি শরীরকে সংকুচিত করে অন্তত ১ থেকে ৩ ইঞ্চি কম দেখায়।

নোজ শেপার : এই সরঞ্জামগুলি সাধারণত খুব মসৃণ ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। ক্লিপ-এর শেপের এই টুল নাকে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখলে নাক পয়েন্টেড, সোজা এবং সুন্দর আকার গ্রহণ করে।

ইলেক্ট্রনিক ব্ল্যাকহেড রিমুভার : হাই-সাকশন পাওয়ার সমৃদ্ধ এই টুল সহজেই ব্ল্যাকহেড, ত্বক থেকে টেনে বের করে আনে। ফলে ত্বকে কোনও দাগ পড়ে না এবং ত্বক পরিষ্কার দেখতে লাগে।

 

মেক-আপ প্রোডাক্টস

  • যারা মেক-আপ করতে ভালোবাসেন তারা ফেস প্রাইমারের গুরুত্ব কতটা খুব ভালো করে জানেন। মেক-আপের প্রথম স্টেপ হল প্রাইমার যা ত্বককে মসৃণ করে এবং ত্বককে মেক-আপের জন্য তৈরি করে। ক্রিম, জেল এবং ওয়াটার-এ ম্যাট এবং শিমার ফিনিশ প্রাইমারের বাজার মূল্য ২২৫ টাকা থেকে ২,৬৬০ টাকা পর্যন্ত
  • লিপ অ্যান্ড চিক স্টেন এমন একটি প্রোডাক্ট, যা কিনা গাল এবং ঠোঁট-কে কালার করার জন্য ব্যবহার করা হয়। অনেক রকম রঙে এটি পাওয়া যায়। যেমন পিংক, অরেঞ্জ, পপি, কোরাল ইত্যাদি। বাজার মূল্য হল ২২০ টাকা থেকে শুরু করে ২,৮৯০ টাকা পর্যন্ত
  • চিকবোনস হাইলাইট করার জন্য ব্রোঞ্জার ব্যবহার করা হয়। ১৭০ টাকা থেকে শুরু করে ১,৭০০ টাকার মধ্যে বাজারে সহজেই কিনতে পাওয়া যায়
  • নর্মাল মাসকারা-র সঙ্গে সঙ্গে ল্যাগিং মাসকারা ও রোলার মাসকারাও বাজারে পাওয়া যায়। এর দাম ১০০ টাকা থেকে শুরু করে ৩,১৪০ টাকা পর্যন্ত
  • আইব্রোজ-এর জন্য বাজারে অনেক রকম প্রসাধন সামগ্রী রয়েছে যেমন গুফ প্রুফ আইব্রো পেনসিল, আইব্রোজ শেপিং অ্যান্ড সেন্টার জেল, আইব্রো প্রাইমার, আইব্রো ক্রিম জেল কালার, আইব্রো হাইলাইটার, আইব্রো শেপিং কিট, আইব্রো এনহ্যান্সার, আইব্রো ব্লেন্ডার ইত্যাদি। প্রত্যেকটি প্রোডাক্টের দাম আলাদা আলাদা যা কিনা ১,২৪০ টাকা থেকে শুরু করে ৩,২৯০ টাকা পর্যন্ত
  • মেক-আপ হাইলাইটারও নানা ধরনের পাওয়া যাচ্ছে। লিকুইড, পাউডার, ক্রিম, হাইলাইটার। এর দাম মোটামুটি ৪৪০ টাকা থেকে শুরু করে ৩,৬০০ টাকা পর্যন্ত
  • ক্রিম থেকে পাউডার কনটু্যর স্টিক-এর বাজার মূল্য ৫২৫ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা পর্যন্ত
  • ফেস মাস্ক শিট এতদিন কেবল বিদেশেই পাওয়া যেত, এখন ভারতেও সহজে পাওয়া যাচ্ছে, যার মূল্য ১০০ টাকা
  • মেক-আপ সেটিং স্প্রে ২৬০ টাকা থেকে শুরু করে ২,৬৫০ টাকার মধ্যে পাওয়া যায়।

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...