বিয়েটা অ্যারেঞ্জড্-ই হোক বা লাভ ম্যারেজ– ওই বিশেষ সন্ধ্যাটার কথা ভাবলেই হূৎস্পন্দনের গতি একটু হলেও সব মেয়েরই বেড়ে যায়। তার উপর থাকে ওই সন্ধ্যায় কেমন দেখতে লাগবে সেটা জানার অদম্য উৎসাহ। হালফিল কনেরা তাই এই সময়ের মেক-আপ ট্রেন্ডস নিয়ে নিজেদের আপডেটেড রাখতে পছন্দ করেন। আপনিই বা পিছিয়ে থাকবেন কেন। জেনে নিন ব্রাইডাল মেক-আপ-এ কী এখন ইন আর কী আউটডেটেড।

এয়ারব্রাশ মেক-আপ

স্প্রে পেন্টিং-এর মতোই এটি কাজ করে। মুখে লাগাবার পরও খুব হালকা এবং ক্লিন ফিলিংস হয়। এই মেক-আপ আপনা-আপনি ব্লেন্ড হয়, ফলে মুখে কোনও দাগ দেখা যায় না। বিয়ের দিন হাই ডেফিনেশন ক্যামেরায় ছবি তোলা হলেও, ছবিতে মুখের কোনও দাগ ধরা পড়ে না ফলে কনেকে খুব সুন্দর লাগে।

ব্রাইট আইজ

ট্যানজরিন (ব্রাইট অরেঞ্জ কালার), ফেয়ারি রেড, রানি পিংক, ইয়েলো– এই শেডসগুলো এবার ফ্যাশনে রয়েছে এবং কনের চোখের মেক-আপে এই রংগুলোই প্রাধান্য পাচ্ছে। এরই সঙ্গে কনের চোখকে প্রমিনেন্ট করতে গোল্ডেন শেড-ও ব্যবহার হচ্ছে। ককটেল পার্টির দিন গোল্ডেন কালার ব্যবহার করেই ব্রাইড-এর চোখকে স্মোকি লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আই মেক-আপের ক্ষেত্রে হাইলাইট করার জন্য গোল্ডেন, কপার শেডস একটু বেশি ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

বোল্ড লুক প্রাধান্য পাচ্ছে

কনের লজ্জানত চোখকে বোল্ড লুক দিতে আগ্রহী মেক-আপ আর্টিস্টরা। চোখের শেপ ডিফাইন করার জন্য জেট ব্ল্যাক লাইনার একটু এক্সটেন্ড করে লাগানোর চল শুরু হয়েছে অথবা ডিজিটাল ফর্মেও লাগানো হচ্ছে। যদি সিংগল আইশ্যাডো ব্যবহার করা হয় তাহলে লাইনারের ক্ষেত্রে ব্ল্যাক-এর সঙ্গে অন্য কালার মিক্স করা হচ্ছে। যেমন ব্ল্যাক-এর সঙ্গে গ্রিন এবং ব্লু। ন্যাচারাল আইল্যাশ-কে ঘন দেখাবার জন্য আর্টিফিশিয়াল ল্যাশেজ ব্যবহার করা হচ্ছে এবং তার উপরেই মাস্কারা লাগিয়ে ল্যাশ-এর সঙ্গে মার্জ করানো হচ্ছে। ভুরুর ক্ষেত্রে, আইপেনসিলের সাহায্যে ভুরু মোটা এবং ডার্ক দ্যাখোনো ফ্যাশান-এর নবতম সংযোজন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...