বৃষ্টিদিনে রোদের প্রকোপ থাকে না ঠিকই কিন্তু ভ্যাপসা গরমে প্রাণ হয় ওষ্ঠাগত। সেইসঙ্গে যখন তখন বৃষ্টি ভেজানো, স্যাঁতসেতেভাব। এই পরিস্থিতিতে মেক-আপ ঠিকঠাক রাখাই দায় হয়ে যায়। কিন্তু অফিসের মিটিং বা ছোটো পার্টি তো লেগেই থাকে, আর সেইসঙ্গে থাকে নিজেকে প্রেজেন্টেবল করে রাখার দায়ও। কখন কীভাবে মেক-আপ করবেন জানানো হচ্ছে এই লেখায়।
ডেইলি মেক-আপ
- বর্ষাকালে ফাউন্ডেশন লাগানো যুক্তিযুক্ত নয়, কারণ মেক-আপ সমানভাবে পরত তৈরি করে না ত্বকের উপর।
- হোয়াইটনিং ক্রিম ও কমপ্যাক্ট পাউডার ভালো বিকল্প হতে পারে।
- মেক-আপ করার আগে মুখে একটু বরফ ঘষে নিন, এর ফলে মেক-আপ দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হবে।
- এই সময় পোশাকের রং হিসাবে বাছুন, লাইল্যাক বা পিংক, সঙ্গে সফ্ট পিংক বা ডিপ রাস্পবেরি লিপস্টিক।
- আইলাইনারের পরিবর্তে কাজল ব্যবহার করুন।
অফিস মেক-আপ
কমপ্যাক্ট পাউডার, আইলাইনার, কাজল, মাসকারা আর লিপস্টিক-- এই দিয়েই গ্রেসফুল মেক-আপ করুন অফিস যাওয়ার জন্য। পিচ কালারের লিপস্টিকে ভালো দেখাবে।
পার্টি মেক-আপ
- ব্যাগে সবসময় ব্লাশার রাখুন। মুখে হালকা করে শুকনো টিশু পেপার বুলিয়ে, ব্লাশার লাগিয়ে নিন। ব্লাশারের তুলি উপর থেকে নীচের দিকে বোলাবেন। তারপর ভালো ভাবে মুখের ত্বকের সঙ্গে ব্লেন্ড করে নেবেন।
- হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন। ক্রিমের বদলে পাউডার আইশ্যাডো প্রয়োগ করুন।
- মাসকারা ব্যবহার করার ইচ্ছে হলে, ওয়াটার রেসিসট্যান্ট মাসকারাই ব্যবহার করুন। বর্ষাকালে মাসকারা মুছে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
- লিকুইড আইলাইনারের বদলে আই পেন্সিল ও কাজল ব্যবহার করুন।
নেলপেইন্ট ও লিপ কালারস্
পার্টির জন্য - পিংক স্টেটমেন্ট নেলপেইন্ট ও ম্যাড অ্যাবাউট লিপস্টিকে বোল্ড লুক দিতে পারেন।
অফিসের জন্য - কমপ্যাক্ট পাউডার লাগান, আইলাইনার, কাজল ও তারপর ফ্লেমিং পিচ লিপস্টিক লাগান, গ্রেসফুল লাগবে।
ডেইলি মেক-আপ - মুখের দাগ ছোপ ঢাকতে হালকা করে কনসিলার লাগিয়ে, তারপর মেক-আপ করুন। ব্লাশ অন লাগিয়ে নিন। চোখে মাসকারা ও হালকা আইশ্যাডো।