যুগের সঙ্গে তাল মেলাতে আপনিও নখকে রাঙিয়ে তুলতে চান বিভিন্ন ডিজাইনের মাধ্যমে। অথচ নখের ভঙ্গুরতার (একটু বাড়লেই ভেঙে যাওয়ার প্রবণতা) কারণে বা নখ যথাযথ ভাবে না বাড়ার কারণে আপনি শখপূরণ করতে পারছেন না। সেক্ষেত্রে নখ বড়ো রাখার জন্য নেল এক্সটেনশনই হতে পারে একমাত্র উপায়। তবে নেল এক্সটেনশন করার আগে এ-সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়াটা জরুরি। সাধারণত তিনটি পদ্ধতিতে নেল এক্সটেনশন করানো হয়ে থাকে। নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল–

জেল নেল এক্সটেনশন -

এই পদ্ধতিতে জেল জাতীয় একরকম পদার্থ দিয়ে নেল এক্সটেনশন করা হয়ে থাকে। সবার প্রথমে নখ কেটে ভালোভাবে ফাইলিং করে নিতে হয়। এরপর নখের স্বাভাবিক ঔজ্জ্বল্য ঢাকার জন্য ব্লক বাফার অর্থাৎ একটা ফ্ল্যাট নেল কালার দিয়ে নখের উপরে বাফ করে নেওয়া হয়। তারপর নখের কিউটিকল্স গুলিতে সামান্য পুশ করার পর প্রাইমার লাগানো হয়। এটি প্রোডাক্টে থাকা ক্ষতিকারক কেমিক্যাল থেকে নখকে সুরক্ষিত রাখে, পাশাপাশি প্রোডাক্ট-টি নখের উপর ফিক্স হতেও সহায়তা করে। এই জেল নেল ব্রাশের সাহায্যে নেল বিড থেকে নেল টিপ পর্যন্ত লাগানো হয়।

নখের মাঝের অংশে যাতে জেলের পরিমাণ বেশি মাত্রায় দেওয়া হয় সেবিষয়ে নজর রাখা উচিত। কারণ এটিই নখের উপর বাম্প ক্রিয়েট করতে সাহায্য করবে। আর একটি বিষয় মাথায় রাখতে হবে জেলের লেয়ার না মোটা হবে, না পাতলা। এরপর জেল শোকানোর জন্য ৩ মিনিট ইউভি ল্যাম্পের নীচে নখ রাখুন। ৩ মিনিটের বেশি কখনওই ইউভি ল্যাম্পের নীচে নখ রাখবেন না। শেষে নখকে শেপ দিয়ে তার উপর কিউটিকল্ অয়েল দিয়ে হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করতে হবে। এই স্টেপগুলির পরে নখের উপর পেইন্ট অথবা নেল আর্ট করতে পারেন।

অ্যাক্রিলিক এক্সটেনশন -

অ্যাক্রিলিক এক্সটেনশন, জেল নেল এক্সটেনশনের তুলনায় খানিকটা আলাদা। যদিও নেল এক্সটেনশনের এই পদ্ধতিতে জেল নেল এক্সটেনশনের মতোই প্রথমে নখগুলিকে কেটে সঠিক উপায়ে ফাইলিং করা হয়। পরে একই পদ্ধতিতে নখের ঔজ্জ্বল্য ঢাকার জন্য বাফারিং দিয়ে বাফ করতে হয়। তারপর কিউটিকল্সগুলিকে সামান্য পুশ করার পর প্রাইমার লাগাতে হয়। কিন্তু এর পরের ধাপগুলি কার্যত আলাদা কারণ এতে জেলের সাথে সাথে পাউডারও ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রথমে নেল ব্রাশ দিয়ে নখের উপর জেল লাগানো হয়, তারপর তার উপর অ্যাক্রিলিক পাউডারের একটা পরত দিতে হয়। জেল আর পাউডারের পরত দেওয়ার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে নখের শেপ দেওয়ার সময়ে হালকা চাপ দেওয়া জরুরি। অ্যাক্রিলিক এক্সটেনশন সামান্য হলেও হার্ড, তবে এর জন্য নখের কোনও ক্ষতি হয় না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...