অভিনেত্রী রেখার রহস্যময় সৗন্দর্য, শ্রীদেবীর সেই ইনোসেন্ট ফেস, মাধুরীর মাদকতা, বিপাশার মোহিনীরূপ দেখলেই মনে হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের সৗন্দর্যও যেন বেড়ে চলেছে। এখন অনেকেই বলবেন সার্জারির ছোঁয়া৷ কথাটা হয়তো মিথ্যে নয়। মুদ্রার একপিঠে যেমন সার্জারি, তেমনই অন্যপিঠে রয়েছে সঠিক মেক-আপ, হেয়ার স্টাইল আর ড্রেস সেন্স।সার্জারি ছাড়াও সঠিক মেক-আপের সাহায্যে আপনিও হয়ে উঠতে পারেন গ্লোয়িং, ইয়ং অ্যান্ড বিউটিফুল।একেই বলে Reverse Age Make-up৷ কিন্তু তার জন্য মাথায় রাখতে হবে জরুরি কয়েকটি বিষয়৷

কী করবেন আর কী করবেন না?

ভুল মেক-আপ হ্যাবিট

মেক-আপ মুখের সৗন্দর্য বাড়ানোর জন্য করা হয়ে থাকে, কিন্তু হেভি মেক-আপ, বেমানান হেয়ারকাট যেমন কদর্য করে তোলে মুখ, তেমন বয়সটাও বাড়িয়ে দেয় অনেকটা। অথচ, মুখের আদল অনুযায়ী যথাযথ হেয়ারকাট, হেয়ার স্টাইল এবং হালকা মেক-আপের টাচেই সৗন্দর্যের পাশাপাশি বয়সটাও খানিকটা কমিয়ে ফেলতে পারেন।

ব্যবহার করুন টিন্টেড ময়েশ্চারাইজার

মেক-আপ করার আগে মুখ পরিষ্কার করতে কেউ ভোলেন না কিন্তু ময়েশ্চারাইজার-এর ব্যাপারটা এড়িয়ে যান। অথচ ক্লিনজিং আর টোনিং-এর মতো , ময়েশ্চারাইজিং প্রক্রিয়াও ভীষণ জরুরি। নয়তো মেক-আপের পরে একটা প্যাচি লুক চলে আসে। তাই গর্জিয়াস লুক পেতে চাইলে কয়েক ফোঁটা টিন্টেড ময়েশ্চারাইজার হালকা হাতে মুখের নীচ থেকে উপরের দিকে ব্লেন্ড করে নিন।

কনসিল ডার্ক সার্কল্স উইথ রাইট শেড

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক চাপ, ঘুম কমে যাওয়া, অসময়ে খাবার খাওয়া, ফাস্ট ফুড গ্রহণের বদ অভ্যাস, অতিরিক্ত কাজের প্রেশার– ডাক সার্কল্স বাড়িয়ে দেয়। ব্লু টোন ডার্ক সার্কল্স হলে, ইয়োলা আর পিচ টিন্টেড কনসিলার ব্যবহার করুন। আর লাইট অর্থাৎ হালকা সার্কল্স থাকলে স্কিন টোনের তুলনায় খানিক হালকা শেড, ব্রাশ নয়তো আঙুলের ডগা দিয়ে লাগান। দীর্ঘক্ষণের জন্য কোথাও যেতে হলে পাউডার দিয়ে লক করে দিন।

প্লামপিং লিপ্স

পাতলা ঠোঁট আর তার চারপাশের শিথিল হয়ে যাওয়া ত্বকই জানান দেয়, আপনার বয়স যৗবনের প্রান্তে এসে দাঁড়িয়েছে। মহিলাদের মধ্যে একটা প্রবণতা আছে, একটু বয়স বাড়লেই তারা ডার্ক কালারের পেন্সিল দিয়েই ঠোঁট আঁকেন। এতে নাকি বয়সটা কম মনে হয়। সেক্ষেত্রে বলি আপনাদের ধারণা একেবারেই ভুল, কারণ ডার্ক লিপস্টিক লাগানোর ফলে পাতলা ঠোঁট আরও প্রমিনেন্ট হয়ে পড়ে। ফলে সবার নজর ওদিকেই থাকে। ঠোঁটের চারপাশের চামড়া শিথিল হয়ে যাওয়ার কারণে একটু খাওয়াদাওয়া করলেই লিপস্টিক স্মাজ হয়ে ভীষণ বিশ্রী দেখতে লাগে। ঠোঁটে প্লামপিং এফেক্ট দেওয়ার জন্য আউটলাইনার দিয়ে পুরো ঠোঁটটি ভরে, সুন্দর আকার দিন। পরে হালকা করে লিপগ্লস লাগান।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...