প্রত্যেক মহিলাই চান নিজের ত্বক গ্লোয়িং, আকর্ষণীয় হওয়ার সঙ্গে সঙ্গে সবরকম সমস্যামুক্ত থাকুক। কিন্তু ইচ্ছে থাকলেও সবার ত্বক সুন্দর হয় না। ত্বক সাধারণত একটি প্রোটেক্টিভ লেয়ার দ্বারা তৈরি কিন্তু আবহাওয়ার পরিবর্তন, কেমিক্যাল-যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্টস, ধুলোমাটি, নোংরার সংস্পর্শে আমরা যত বেশি থাকি, ততই এগুলি ত্বকের স্পর্শকাতরতার কারণ হয়ে ওঠে। এর ফলে আমাদের নানারকম ত্বকের সমস্যার মুখোমুখি হতে হয়।

এর জন্য প্রয়োজন সঠিক ত্বকচর্চা এবং ত্বকচর্চার জন্য সঠিক প্রোডাক্টস-এর নির্বাচন- যাতে আমাদের ত্বক সর্বদা উজ্জ্বল থাকে। এই পরিস্থিতিতে Bioderma Sensibio H2O Cleanser এমন একটি প্রোডাক্ট যেটি আপনার ত্বকের বিশেষ পরিচর্যা করবে। সুতরাং আসুন, জেনে নিই কীভাবে ত্বকের যত্ন করব:

ত্বকের স্পর্শকাতরতার কারণ

মিনারেল অয়েল, সিলিকোনস বা ত্বকের ক্ষতিকারক উপাদান-যুক্ত প্রোডাক্টস দীর্ঘসময় ধরে ব্যবহার করলে, ত্বকের পোরস বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ত্বকে অ্যাকনে, প্রদাহ ইত্যাদি সমস্যার সূত্রপাত ঘটে। এই সমস্যার সমাধানের জন্য জরুরি হল, স্কিনকেয়ার প্রোডাক্টস কেনার সময় উপাদানগুলি দেখে তবেই প্রোডাক্ট কিনবেন। চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদানে তৈরি প্রোডাক্টস বা মাইল্ড প্রোডাক্টস-ই ব্যবহার করতে। এছাড়াও রাতে শোওয়ার সময় মেক-আপ রিমুভ করতে যেন ভুল না হয়।

পলিউশন: বাড়িতে থাকি বা বাড়ির বাইরে, আমরা সবসময় দূষণ পরিবেষ্টিত থাকি। এর ফলে নিজের ত্বক যেমন নোংরা মনে হয়, তেমনি দূষণের ফলে ধুলোকণাও আমাদের ত্বকের পরতের ভিতরে প্রবেশ করে যায়। অক্সিডেশনে সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের ত্বকের প্রচীর দুর্বল হয়ে পড়ে। ত্বক ফুলে ওঠা, এজিং ইত্যাদির সমস্যা হয়। এই ক্ষেত্রে সেন্সিবায়ো H2O ক্লিনজার ত্বককে পুরোপুরি সুরক্ষিত রাখতে সহায়তা করে।

নোংরা: আপনার ত্বক কেমিক্যালস ও যে-কোনও রোগ প্রতিরোধ করতে প্রাকৃতিক বেরিয়ার হিসেবে কাজ করে। সুতরাং যদি আপনি ত্বকের স্বাস্থ্য ভালো থাকে অর্থাৎ ত্বককে রোজ সঠিক ভাবে পরিষ্কার করেন, তাহলে ত্বকের মৃত কোশ, রোগজীবাণু ইত্যাদি থেকে ত্বক সুরক্ষিত থাকবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...