নিজেকে ফ্যাশনেবল ফ্লন্ট করার জন্য যে-কোনও মরশুমকেই বেছে নেওয়া যায়। শুধু খেয়াল রাখতে হবে, ট্রেন্ডটা কোনদিকে। সেটা পোশাকেই হোক বা নেল পেন্ট-এ। জানতে হবে পেল, ডার্ক নাকি ন্যুড ঠিক কোন্ ধরনের শেড চলতি মরশুমে রয়েছে পছন্দের শীর্ষে।

আপনার আঙুলগুলি সবসময়ই দৃশ্যমান। ফলে সুন্দর নেল পেন্ট-এর সাহায্যে আরও আকর্ষণীয় করে তুলুন আপনার হাতদুটি। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় শেডগুলি সম্পর্কে জেনে নিন বিশদে।

বার্গান্ডি বা অক্সব্লড

বর্তমানে সবচেয়ে হট যে-শেডটি তার নাম বার্গান্ডি বা অক্সব্লড। যে-কোনও ওয়েস্টার্ন আউটফিট-এর সঙ্গে ট্রেন্ডি দেখাতে হলে বেছে নিন এই বোল্ড লাল রং। রেড ভেলভেট বা অন্য কোনও ব্লাডি শেডের পোশাকের সঙ্গে এই শেডের নেলপলিশ বেশ সেক্সি দেখাবে।

গ্লিটার নেল্স

গ্লিটারি নেলপলিশ-ও এখন দারুণ ইন। ওয়েডিং, ডেটিং বা নাইট পার্টিতে একটু স্টাইলিশ অ্যান্ড শিমারি লুকের সঙ্গে মানানসই হবে গ্লিটারি নেলপেন্ট। শুধু যে-পোশাকটি পরছেন, তার সঙ্গে ম্যাচ করে এমন ভাইব্র্যান্ট কোনও শেড বাছতে হবে। একটি বেস লাগিয়ে গ্লিটার পেন্ট-কে টপ কোট হিসাবেও ব্যবহার করতে পারেন বিশেষ কোনও পার্টির কথা মাথায় রেখে।

মিডনাইট ব্লু

ব্লু-এর যে-কোনও শেড, যে-কোনও অকেশনে সব ধরনের পোশাকের সঙ্গে মানায়। আপনার পোশাক ও অ্যাক্সেসরির সঙ্গে শেডটা যদি মিলে যায়, তবে তো কথাই নেই। আপকামিং ট্রেন্ডস-এর পোশাকের সঙ্গে ব্লু খুব হিট।

ন্যুড

ন্যুড শেড-এর মধ্যে সব সময়ই একটা সুদিং ও ডিসেন্ট ব্যাপার আছে। নেল পেন্ট যদি ন্যুড শেডের হয়, হাতগুলি কোমল ও পেলব দেখায়। যে-কোনও পোশাকের সঙ্গেই স্নিগ্ধ লুক দেয়।

গ্রে

লাইট বা ডার্ক, যে-কোনও গ্রে, আপনার পোশাকের সঙ্গে ব্যালেন্স রেখে একটা ক্লাসি লুক এনে দেবে। এর সঙ্গে আরও একটু গ্ল্যামার অ্যাড করতে চাইলে এতে ক্রিয়েটিভ নেল আর্ট করাতে পারেন। এর জন্য কিছু অ্যাক্সেসরি (যেমন স্টোন)-এর সাহায্য নিতে পারেন। আপনার কমপ্লেকশন-এর সঙ্গে মানিয়ে যায় এমন গ্রে যদি বাছতে পারেন, সত্যিই তা আপনাকে গ্ল্যামারাস করে তুলবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...