অবরোধ সিজন ২-এর হাত ধরে হিন্দি বলয়ে পা রাখলেন টলিউডের সুপারস্টার আবির চট্টোপাধ্যায়। একজন আর্মি অফিসারের ভূমিকায় Avrodh 2-এ দেখা যাবে আবিরকে৷ সিনে দুনিয়ার বহু তারকাই ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমে নিজেদেরকে মেলে ধরেছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন হল, টলিউডের সুপারস্টার আবির চট্টোপাধ্যায়।

বস্তুত Avrodh 2-এর সূত্রেই হিন্দি ওয়েব সিরিজের জগতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা। সোনি লাইভ ওয়েব প্ল্যাটফর্মে এই সিরিজের আত্মপ্রকাশ ঘটবে।আপাতত  কয়েক সেকেন্ডের উপস্থিতি আর তাঁর মুখে হিন্দি সংলাপে বেশ কৌতূহল জাগিয়ে তুলেছেন আবির৷

২০২০ সালে এই একই প্লাটফর্মেই মুক্তি পেয়েছিল ‘অবরোধ: দ্য সিজ উইদিন’। সেটি তৈরি হয়েছিল সার্জিকাল স্ট্রাইকের প্রেক্ষাপটে। সেখানে একজন আর্মি অফিসারের চরিত্রে ছিলেন অমিত সাধ। দর্শক অধীর অপেক্ষায় ছিলেন দ্বিতীয় সিজেনের। সেই সিরিজের দ্বিতীয় মরশুম এবার আগত, যাতে কিনা অভিনয় করেছেন আবির।

সিরিজের টিজারটিকে প্রকাশ্যে এনেছেন অভিনেতা স্বয়ং এবং লিখেছেন, ‘একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে… শীঘ্রই অপেক্ষার অবসান হবে।'জানা গেছে নোটবন্দির ঘটনাকে কেন্দ্র করে আসছে ‘অবরোধ ২'। পরিচালনায় রাজ আচার্য। আবির ছাড়াও সিরিজে অভিনয় করছেন সঞ্জয় সুরি, নীরজ কবি, অহনা কুমরা, অনন্ত মহাদেবন, রাজেশ খট্টর, মোহন আগাসের মতো অভিনেতারা। সিরিজের স্ট্রিমিংয়ের তারিখ এখনও ঘোষণা হয়নি।

প্রসঙ্গত, ক্রস কানেশন ছবি দিয়ে বড়ো পর্দার দর্শকের সামনে প্রথমবার অভিনয় করার সুযোগ পান অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এরপর নিজস্ব প্রতিভার জোরে বিভিন্ন সুপারহিট বাংলা ছবির অভিনেতা হিসাবে কাজের সুযোগ আসে তাঁর কাছে।অনুরাগীদের কাছে ব্যোমকশ, ফেলুদা, সোনাদা-র মতো চরিত্রগুলোতে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন আবির।বাংলার গণ্ডি পার করে এবার হিন্দি দুনিয়ায় গ্র্যান্ড এন্ট্রি নিয়ে কেরিয়ারে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।বস্তুত  অতিমারি করোনা পরিস্থিতিতে মনোরঞ্জনের মাধ্যম হিসাবে ডিজিটাল মিডিয়া আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেছে।এই নয়া মাধ্যমে তাই অবিরও এবার নিজের প্রতিভা পরখ করতে চান৷তাঁর নতুন এই ভেঞ্চারে পার্নো মিত্র থেকে শুরু করে ইশা সাহা, অর্জুন চক্রবর্তীর মতো টলি ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...