বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই' লঞ্চ করল নতুন একটি উইং ‘হইচই স্টুডিয়োজ’। এই মাধ্যমটিতে প্রদর্শিত হবে নন-এপিসোডিক থিয়েট্রিক্যাল ফিল্ম। অর্থাৎ, এই উইং-এর মাধ্যমে বড়োপর্দায় ছবি দেখার মত অভিজ্ঞতা পাবেন দর্শকরা। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

‘হইচই স্টুডিয়োজ’ প্রথমে দর্শকদের উপহার দিতে চলেছে ‘বাদামী হায়নার কবলে’ ছবিটি। শ্রী স্বপন কুমার-এর পাল্প ফিকশন অবলম্বনে তৈরি হবে এই অ্যাকশন থ্রিলারটি। এটি পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য। এই ছবির মুখ্য গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জী-র ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়া লেখক স্বপন কুমারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়-কে।

অভিনেতা আবির চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘যারা জনগনের বিনোদনের জন্য রসদ তৈরি করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত। ‘বাদামি হায়নার কবলে’ প্রজেক্ট-এ দীপক চ্যাটার্জির চরিত্রে অভিনয় করতে পেরে শুধু রোমাঞ্চিত নই, ‘হইচই স্টুডিয়োজ’-এর জন্য প্রথম প্রকল্পের অংশ হতে পেরেও আনন্দিত। আমি আশা করি, OTT-র জগতে ‘হইচই’ দর্শকদের দ্বারা ভালোবাসা পাওয়ার পর, ‘হইচই স্টুডিয়োজ’-ও গল্প বলার একটি নতুন ফর্ম্যাটে-ও আরও বেশি ভালোবাসা অর্জন করবে।’

Badami Hainar Kabole

পরিচালক দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, ‘হইচই স্টুডিয়োজ’-এর জন্য প্রথম প্রজেক্ট তৈরি করার অনুভূতি উত্তেজনাময়। এমন একটি বিখ্যাত বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে ছবি তৈরি করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। রহস্য-রোমাঞ্চে পরিপূর্ণ এবং বাংলার প্রথম অ্যাকশন-ভিত্তিক গোয়েন্দা বিষয়বস্তু উপস্থাপনের সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে।’

যিনি ‘হইচই স্টুডিয়োজ’-এর জন্য একজন প্রযোজক হিসাবে দায়িত্ব পালন করবেন,  হইচই-এর সেই চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায় প্রসঙ্গত জানিয়েছেন, ‘দর্শকদের জন্য গুণমানের সামগ্রী সরবরাহ করে আমরা বিনোদন জগতে ধারাবাহিক ভাবে সাফল্য পেয়ে আসছি। । আমাদের নতুন শাখা ‘হইচই স্টুডিয়োজ’-এর সাফল্যের বিষয়েও আমরা আশাবাদী। ৩০+ ওয়েব সিরিজ, ২০+ ওয়েব ফিল্ম, ১০০০০+ সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং ৫০০+ ফিল্ম দর্শকদের উপহার দেওয়ার পর, আমরা নতুন একটি উইং আনতে পেরে আনন্দিত। এই উইং-এর প্রথম ছবি ‘বাদামি হায়নার কবলে’-র শুটিং শুরু হবে চলতি মাসেই এবং আমরা আশা করছি আগামী কালী পুজোয় এটির বাণিজ্যিক মুক্তি দিতে পারব।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...