‘জুবিলি’ সিরিজের হাত ধরে ওটিটিতে পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।এই তারকার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বছর।কারণ তিনি চেষ্টা করেন আট-দশ বছর পর পর নিজেকে নতুন মোড়কে উপস্থাপিত করতে৷ একটা অধ্যায়কে পাল্টাতে। একটা সময় একদম কমার্শিয়াল ছবি করেছেন৷ পরবর্তী অধ্যায় জুড়ে আবার রয়েছে আর্ট হাউস ঘরানার ছবি৷ ঠিক দশ বছর পরে আবার নতুন চ্যালেঞ্জ নিলেন, যেটা হল ওয়েব সিরিজের চ্যালেঞ্জ। নতুন মিডিয়াম, যেখানে সারা ভারতের ভালো ভালো অভিনেতারা কাজ করছেন। তাঁরা প্রচণ্ড ট্যালেন্টেড। বর্তমানে সেই তালিকায় সাফল্যের সঙ্গে যুক্ত হয়েছে প্রসেনজিতের নাম৷নিউ এজ ডিরেক্টরদের মধ্যে অন্যতম বিক্রমাদিত্য মোতওয়ানের নতুন সিরিজ জুবিলিতে শ্রীকান্ত রায়ের চরিত্রে সাড়া জাগিয়েছেন প্রসেনজিৎ৷
বিক্রমাদিত্যর নাম জড়িয়ে রয়েছে 'সেক্রেড গেমস'-এর সঙ্গে। বলিউডে প্রাচীন যুগে আবহাওয়া কেমন ছিল, তারকাদের মধ্যে কেমন রাজনীতি চলত, তাঁদের জীবনযাপন বা যৌবনযাপন কেমন ছিল, সব কিছুই নাকি উঠে আসবে এই নতুন ওয়েব সিরিজে। এটি ফিকশন। তবে বলিউডের তাবড় কিছু তারকার জীবনকে ভিত করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
বিক্রমাদিত্য মোতয়ানের 'জুবিলি'-তে উঠে এসেছে ৪০-এর দশকের মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি, তার নানান ওঠাপড়া। তখন অবশ্য 'বলিউড' বলে কিছুই ছিল না।যখন নানান পরিবর্তনের সাক্ষী হয়ে উঠছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। এত তথ্য-প্রযুক্তি নির্ভর হয়ে পড়েনি সেইসময়ের সিনেমা৷ অবিভক্ত ভারতে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি করাচি, লাহোরেও ছিল অভিনয়ের আরও এক দুনিয়া, থিয়েটারের চল, সেসবই উঠে এসেছে 'জুবিলি' তে।
‘জুবিলি’র শুরুটা হয় 'রয় টকিজ'-এর মালিক শ্রীকান্ত রায় (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ও তাঁর তারকা স্ত্রী সুমিত্রা কুমারী(আদিতি রাও হায়দারি-র কথোপকথনের মধ্যে দিয়ে। যে-চরিত্রগুলি আসলে কিনা ভারতীয় সিনেমার দুনিয়ার প্রথম 'পাওয়ার কাপল' হিমাংশু রায় ও তাঁর অভিনেত্রী স্ত্রী দেবিকা রানির আদলে তৈরি বলেই মনে হয়েছে। ‘শ্রীকান্ত’ চরিত্র সেই সময়ের হিমাংশু রায়-এর আদলে তৈরি, যিনি সেইসময়ের একজন স্টারমেকার হিসাবে পরিচিত ছিলেন। ‘বম্বে টকিজ’-এর ছায়া গোটা সিরিজ জুড়ে। এই চরিত্রটা কিছুটা উওম্যানাইজার। চরিত্রটা ফ্ল্যামবয়েন্ট। শ্রীকান্তকে দেখলেই মেয়েরা আকৃষ্ট হয়।আবার একই সঙ্গে কিছুটা জেদি ও কাজপাগলও বটে৷
কিছুটা ধূসর। হিমাংশুর বোনপো, দেবিকার অন্যতম নায়ক ছিলেন অশোককুমার। অশোককুমারের চরিত্রটিই হয়তো বা এখানে মদনকুমার হিসাবে তুলে ধরা হয়ছে। যদিও ওয়েব সিরিজের বাকি গল্পের সঙ্গে হিমাংশু রায়, দেবিকা রানি কিংবা অশোক কুমারের জীবনের গল্পের সে অর্থে কোনও মিল নেই। পুরো বিষয়টিই পরিচালক তাঁর নিজের মতো করে সাজিয়েছেন।