রূপকথার গল্পের প্রতি টান যেন ফুরোবার নয়৷ দক্ষিণারঞ্জন মিত্রের নামটি আমাদের ছোটোবেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে৷ দক্ষিণারঞ্জনের দুটি গল্প নিয়ে ছবি তৈরি করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। তবে এটিকে নিছক একটি ছোটোদের ছবি বললে ভুল হবে৷ এর  কারণ আপাত লঘু এই গল্পকে ভিত্তি করেই বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকেই তুলে ধরা হবে ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ নামক এই ছবির মাধ্যমে। রঙ্গ –রসিকতার সাহায্য নিয়ে, গভীর কথাটি বলা, এটাই অনিকেতের বরাবরের স্টাইল৷

এ ছবিতে অভিনয়েও রয়েছেন নামি তারকারা। হবু চন্দ্র রাজার ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। গবু চন্দ্র মন্ত্রীর ভূমিকায় খরাজ মুখোপাধ্যায় আর রানি কুসুম কুমারী অর্পিতা চট্টোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। ভালো মন্ত্রী হয়েছেন তিনি। আর খরাজ হলেন, ভিলেন রূপী মন্ত্রী। গুরুদেবের চরিত্রে বরুণ চন্দ। এবার পুজোয় মুক্তি পাওয়ার কথা এই ছবির৷ অতিমারি কাটিয়ে বোম্বাগড়ের রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য তাই আমন্রণ জানানো হয়েছে দর্শকদের।

অতিমারির পরিস্থিতিতে একটু উন্নতি হতেই, খুলে গিয়েছে প্রেক্ষাগৃহ। তবে সুরক্ষাবিধি মেনে ৫০ শতাংশ দর্শকের উপস্থিতির নির্দেশিকা এখনও বহাল রয়েছে। আর সেই কথা মাথায় রেখে মুক্তি প্রতিক্ষিত এই ছবির বিষয়ে ঘোষণা করে ফেললেন প্রযোজক দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময়েই মুক্তি পাচ্ছে ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ ৷ এই খবরে বেশ খুশি সিনেপ্রেমীরা কারণ উৎসবের দিনে সকলেই একটু প্রাণ খুলে আনন্দ করতে চান৷

‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ থাকেন বোম্বাগড়ে। খামখেয়ালি রাজার কূটনৈতিক মন্ত্রী জড়ান নানা ঘটনায়৷ তাঁর ভয়ে সকলেই তটস্থ। আর বুদ্ধিমতী রানি কুসুম কুমারী নানা সময়ে রাজার পাশে থেকে বুদ্ধি জোগান৷। অনিকেত চট্টোপাধ্যায় এভাবেই নানা ঘটনার পরম্পরা সাজিয়েছেন ছবিতে৷

‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল অনেকদিন আগেই। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে যায় ছবির মুক্তি। ২০১৯ সালেই শেষ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং।ছবির বেশিরভাগ অংশ রামোজি ফিল্ম সিটির রাজকীয় সেটে শুটিং হয়েছে ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...