২০১৮ সালে রেইড ছবিটি মুক্তি পেয়েছিল। প্রথম ছবিটিতে ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার অময় পট্টনায়কের চরিত্রে অজয় দেবগণকে দেখা গিয়েছিল। তাঁর স্ত্রী মালিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন ইলিনা ডি ক্রুজ। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সৌরভ শুক্লাকে। রামেশ্বর সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি যাকে কিনা পর্দায় সীতাগড়ের ডন হিসেবে দেখানো হয়েছিল। এবার এই ছবিরই দ্বিতীয় ভাগ মুক্তির অপেক্ষায়। ফের মুখ্য ভূমিকায় আসতে চলেছেন অজয় দেবগণ।
রেইড ছবিটি বক্স অফিসে ভালো সাড়া জাগিয়েছিল। ছবিটির বাজেট ৪০ কোটি ছিল কিন্তু বিশ্বজুড়ে ছবিটির আয় হয়েছিল ১৫০ কোটির উপর। সেই ছবির সাফল্যের হাত ধরেই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পেতে চলেছে।
প্রথম ছবিটি প্রযোজনা করেছিলেন কুমার মঙ্গত। তাঁর সুপুত্র অভিষেক পাঠক ‘Raid-2’-এর প্রযোজনার দাযিত্বে রয়েছেন। পরিচালনা করছেন রাজকুমার গুপ্ত।
শোনা যাচ্ছে কানপুর এবং কনৌজ-এর খ্যাতনামা পারফিউম উদ্যোগপতি পীযূষ জৈন-এর বাড়ি এবং ফ্যাক্টরিতে হওয়া ইনকাম ট্যাক্স বিভাগ থেকে একাধিক রেইড-এর সত্যঘটনা নিয়ে ছবিটির মুখ্য কাহিনি দাঁড় করানো হয়েছে। বাড়ি এবং ফ্যাক্টরিতে বারংবার রেইড চালিয়ে প্রায় ২৫৭ কোটি নগদ, ২৫ কেজি সোনা এবং ২৫০ কেজি রুপো উদ্ধার করা হয়। এই সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে ‘রেইড ২’ ছবির কাহিনি। ছবিটির বক্সঅফিস সাফল্য নিয়ে অজয় তাঁর আগের ছবিগুলোর মতোই আশাবাদী।