হুমা কুরেশি জনপ্রিয়তা পেয়েছেন 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিটি মুক্তির পর থেকে। চোখে পড়ার মতো অভিনয় করেছেন ডেড় ইশকিয়াঁ, ডি-ডে, র, এক থি ডায়ান প্রভৃতি ছবিতে। তাঁর অভিনয়ের অ্যালবামে রয়েছে তৃষ্ণা, লভ শুভ থে চিকেন খুরানা, শর্টস, বদলাপু্‌ হাইওয়ে, জলি এলএলবি টু, বেল বটম, ডাবল এক্স এল প্রভৃতি। আর এই হুমা যেমন স্বভাবে সোজাসাপটা, অভিনয়েও তেমনই সাবলীল। তাই তিনি খুব কম সময়ের মধ্যে পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

ছোটোবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে ছিল হুমার, তাই তিনি বড়ো হয়ে যোগ দিয়েছিলেন দিল্লির এক থিয়েটার গ্রুপ-এ। আর এই থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকার কারণে, খুব সহজেই তিনি কাজ পেয়ে যান বিজ্ঞাপন ছবিতে। ‘গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতেও এইভাবেই অভিনয়ের সুযোগ পান তিনি। সুন্দরী এবং প্রতিভাময়ী এই অভিনেত্রীর জন্ম দিল্লির এক মুসলিম পরিবারে। হুমার বাবা এক রেস্তোরাঁর মালিক। মা সাধারণ গৃহবধূ। অভিনয়ের জন্য হুমাকে ওর বাবা-মা দু'জনেই প্রেরণা জুগিয়েছেন। তবে দিল্লিতে নয়, এখন হুমা থাকেন মুম্বইয়ে তাঁর অভিনেতা ভাই সাকিবের সঙ্গে। অভিনয়ের জন্য ভীষণ ব্যস্ত এই অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি নানা বিষয় নিয়ে কথা হল কাজের ফাঁকে।

সাফল্য পাওয়ার জন্য কতটা লড়াই চালাতে হয়েছে আপনাকে?

লড়াই জারি আছে, থাকবেও। আর আমি মনে করি, লড়াই থেকে অনেককিছু শেখা যায়। তাই আমি এভাবেই সারাজীবন শিখতে চাই। কারণ, শিক্ষা থেমে গেলে বিকাশও থেমে যাবে এবং বিকাশ থেমে গেলে কেরিয়ার গড়ার উদ্দমও ব্যাহত হবে।

আপনার ভক্তদের জন্য নিজের সম্পর্কে কী ব্যাখ্যা দেবেন?

আমি খুব ইমোশনাল । তাই সবার ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়ো প্রেরণা। আর আমি বিভিন্নরকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। জলের মতো সময় এবং জীবনও বহমান। তাই সবসময় হাসি-আনন্দে কাটাতে চাই।

দিল্লি থেকে মুম্বই এসে গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকা কতটা মুশকিলের মনে হয়েছে?

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...