অনেকের কাছেই তিনি ‘মুম্বই মাফিয়া কুইন’ নামে পরিচিত। তাঁর অনুমতি ছাড়া কামাথিপুরার অন্ধকার গলিতে একটি পাতাও যেন নড়ত না৷গাঙ্গুবাইয়ের নির্দেশ ছাড়া কোনও কাক-পক্ষীরও প্রবেশের আনুমতি ছিল না ওই অন্ধাগলিতে৷ষাটের দশকের মুম্বইয়ে এই একটি নামেই কাঁপন ধরত মায়ানগরীর ডন-মাফিয়াদের। তৎকালীন যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা তিনি।মাত্র ৫০০ টাকার বিনিময়ে নিজের স্বামীর হাতে যৌনপল্লীতে বিক্রি হয়ে গিয়েছিলেন৷কেউ ভাবেনি এই মহিলাই একদিন নিজেকে দৌর্দণ্ড্যপ্রতাপ নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।পতিতাপল্লি থেকে রাজনীতির আঙিনায় কীভাবে পৌঁছোলেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সেই বৃত্তান্তই এবার পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী আলিয়া ভট্ট।

সম্প্রতি আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজারটি মুক্তির পর থেকেই আলিয়ার লুক নিয়ে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির, নেপথ্যে রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ৷সিনেমাটি এ বছরের জুলাই মাসে মুক্তি পাবে।

‘গাল্লিবয়’, ‘রাজি’তে অভিনেত্রী হিসেবে যথেষ্ট প্রশংশিত হয়েছিলেন আলিয়া৷ এবার বনশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য বিশেষ ভাবে নিজেকে তৈরি করেছেন তিনি। টিজারেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন আলিয়া। শুটিংয়ের বহু আগে থেকেই মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরার ডাকসাইটে মহিলা গাঙ্গুবাঈয়ের চরিত্রকে বাস্বায়িত করার জন্য বিশেষ শরীরী ভঙ্গিগুলি রপ্ত করছিলেন তিনি৷বনশালির নির্দেশে রীতিমতো হোমওয়ার্ক করেছেন তিনি। গাঙ্গুবাঈয়ের চরিত্রের জন্য আলিয়াকে আলাদা করে কাঠিয়াওয়াড়ি ভাষাও শিখতে হয়েছিল। নতুন বছর বেশ ব্যস্ততা নিয়ে শুরু হয়েছে আলিয়ার৷‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছাড়াও আলিয়াকে প্রথমবার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়।

এদিকে অভিনয়ের পাশাপাশি আলিয়া এবার নতুন পেশায় যুক্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছেন।  নতুন প্রোডাকশন হাউস খুলেছেন তিনি। আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার প্রোডাকশন হাউসের একটি ছবি শেয়ার করেন সম্প্রতি। ছবিতে প্রোডাকশন হাউসের নাম দেখা যায় ‘ইন্টার্নাল সানশাইন প্রোডাকশনস’। ছবিটি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লেখেন, ‘আনন্দের সঙ্গে আমার প্রোডাকশন হাউসের খবর আপনাদের জানাচ্ছি! আসুন, আপনাদের গল্প বলি, ভালো গল্প, বাস্তব জীবনের গল্প ও কালজয়ী গল্প।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...