করোনার প্রভাবে আমাদের জীবনে বদলে গেছে অনেককিছু,শুধু বদলাইনি প্রেমের চরিত্র। এ যেন বেঁচে থাকার রসদ। আর এই প্রেমকে পাথেয় করে আবিশ্বের মানুষকে গানে-গানে এক সুত্রে গেঁথে ফেললেন বিক্রম ঘোষ এবং হরিহরণ।

মিউজিক ভিডিয়োটির পোশাকি নাম রাখা হয়েছে—ইশক। ছ’টি গানে সমৃদ্ধ এই অ্যালবাম। গানগুলি লিখেছেন সুগত গুহ, রাজীব পাণ্ডে এবং সঞ্জীব তিওয়ারি। সুরারোপ করেছেন বিক্রম ঘোষ। আর সবক’টি গান গেয়েছেন মেলোডি-কিং—হরিহরণ।

অ্যালবামের প্রথম গান ‘বাতোঁ বাতোঁ ম্যায়’। এই গানের ভিডিয়োতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র এবং রমিত রাজ। ‘মোরা মন মেখা’-য় রূপদান করেছেন বিক্রম-জায়া জয়া শীল ঘোষ। ‘রাধা’-য় ঈশা সাহা এবং ‘বাওয়ারা এ মন’-এ তুহিনা দাস। এদের সঙ্গে অংশ নিয়েছেন হরিহরণ-পুত্র করন। অন্য গানগুলির ভিডিয়োতে দেখা যাবে প্রিয়ংকা সরকার এবং বিবৃতি চট্টোপাধ্যায়-কে। ভিডিয়ো অ্যালবামটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। শুটিং হয়েছে কলকাতার ময়দান অঞ্চলে এবং উত্তর কলকাতায়।

প্রসঙ্গত জানানো হয়েছে, অনেকদিন আগে এই গান তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্রম এবং হরিহরণ। কিন্তু, অনিবার্য কারণবশত তা বাস্তবায়িত হতে বিলম্ব ঘটে। অবশেষে হঠাৎই  হরিহরণের  আবদারে গান লিখিয়ে সুর বেঁধে ফেলেন বিক্রম। এরপর মুম্বইতে নিজের স্টুডিয়োতে গানগুলি গেয়ে বিক্রমের হাতে তুলে দেন হরিহরণ। অরিন্দম শীল নেন মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্ব। ব্যাস,তৈরি হয়ে যায় ‘ইশক’ মিউজিক ভিডিয়ো। আর ইতিমধ্যেই সুফিস্কোর-এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিয়ো-র প্রথম গান—‘বাতোঁ বাতোঁ ম্যায়’।

------

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...