‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটির কথা মনে আছে? এই কমেডি ধাঁচের সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে ছিল একসময়৷ ১৯৯৮ সালে রিলিজ হয়েছিল এই ছবি, যেখানে মূল অভিনেতা ছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং গোবিন্দ।বক্স অফিস হিট এই সিনেমায় নায়িকার চরিত্রে ছিলেন রবিনা ট্যান্ডন।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘Bade Miyan Chhote Miyan’র রিমেক তৈরি হচ্ছে আবার বলিউডেই৷ আর এতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের দুই অ্যাকশন তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তারা  দু’জনে এই প্রথমবার একসঙ্গে কাজ করবেন এই ছবির সূত্রে।

প্রোডাকশন হাউস পূজা এন্টারটেইনমেন্ট সম্প্রতি অফিসিয়ালি ছবিটির কথা ঘোষণা করেছে। বর্তমানে Akshay Kumar এবং Tiger Sroff-- এই দুই তারকারই বাজার জমজমাট৷তাই ভক্তদের অপেক্ষা থাকবে এই বিগ ধামাকা হল রিলিজের জন্য। পরিচালক এরইমধ্যে সিনেমাটি নিয়ে বেশ আশায় আছেন।

এদিকে দুই অভিনেতাই ব্যস্ত শেডিউলের জালে বন্দি৷। অক্ষয় কুমারের হাতে আছে পৃথ্বীরাজ, রাম সেতু, বচ্চন পান্ডে, গোর্খা, রাতাসন রিমেক, মিশন সিন্ডারেলা, রক্ষা বন্ধন-সহ বেশ কয়েকটি সিনেমা।অন্যদিকে টাইগার শ্রফের হাতে রয়েছে হিরোপান্তি ২, বাঘি ৪ এবং গণপথ পার্ট ১।

পূজা এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস হিসেবে পূর্ণ করে ফেলেছে ২৭ বছর এবং বহু হিট ছবি তাদের মুকুটের পালক হয়েছে৷এই দফায় দুই জনপ্রিয় তারকাকে নিয়ে তাদের এই পরিকল্পনা সফল হবে বলেই মনে করছে সংস্থা৷ আসন্ন ছবিটির বিষয়ে নানা জল্পনা চলার মাঝেই করিনা কপূর খান- সহ সাতজন সেলিব্রিটি তাদের সোশাল মিডিয়ার পোস্টে ইঙ্গিত দিয়েছেন ছবিটির বিষয়ে৷ করিনা তো পুরোনো ছবিটির কিছু স্টিলস-ও তুলে ধরেছেন স্মৃতি তাজা করতে৷ পোস্টে তিনি Tag করেছেন প্রযোজক ভাসু ভাগনানি ও তাঁর পুত্র জ্যাকি ভাগনানিকে৷

প্রযোজনা সংস্থাও এই চমকটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বেশ কিছুদিন ধরেই৷ তবে আপাতত সংস্থার তরফে পরিষ্কার করে বলা হয়নি এ ছবি সিকুয়েল কিনা৷ কিন্তু ২ মিনিটের একটি ভিডিয়ো তাঁদের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন অক্ষয় ও টাইগার৷ Action scene-এর রোমাঞ্চে ভরা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে প্রবেশ করেছেন টাইগার আর সেখানে উপস্থিত রক্ষীরা কাবু হচ্ছে তার মার্শাল আর্টের মারকাটারি ভঙ্গিমায়৷ একই ভাবে অক্ষয়ও দস্তুরমতো পরাস্ত করছেন গার্ডদের৷ এই ভিডিয়োর আবহ সঙ্গীত হিসেবে কিন্তু শোনা যাচ্ছে পুরোনো ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র সেই থিম মিউজিক৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...