পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজের পরিধি শুধু টলিউডেই সীমাবদ্ধ নয়৷বলিউডে তিনি কাজ করছেন বেশ কিছু বছর হল৷ সিনেমা এবং ওয়েবসিরিজ, দুটি ক্ষেত্রেই তাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করছে দর্শকদের৷ রামপ্রসাদ কি তেরহভি এবং আরণ্যকের পরে Hindi web series- এ আবার কাজ করছেন পরমব্রত। থ্রিলার সিরিজ আরণ্যকে জুটি বেঁধেছিলেন রবিনা ট্যান্ডনের সঙ্গে৷ এবার বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে প্রথমবার দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সিরিজের নাম ‘মিথ্যা’। তবে এখানেই চমকের শেষ নয়। এই Web series Mithya থেকেই অভিনয় জীবনে পা রাখছেন অভিনেত্রী ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকা দাসানি। সিরিজের পরিচালক রোহন সিপ্পি।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘চিট’ সিরিজের হিন্দি অ্যাডাপটেশন হল ‘মিথ্যা’। ইয়ং জেনারেশনকে আকর্ষণ করতে সবরকম উপাদনই মজুত থাকছে সিরিজে৷আপাতত বড়ো ছবির বদলে ওয়েব-এই বেশি ইন্টারেস্ট তরুণ প্রজন্মের৷ এই চাহিদার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে সিরিজটি৷

ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলার সিরিজের খুবই রমরমা৷ এই ধরনের গল্পের দর্শকও সবসময় বেশি৷তাই এই ফর্মুলাকে কাজে লাগিয়েই বলিউড এবং টলিউডে একের পর এক থ্রিলারধর্মী সিরিজ তৈরি হচ্ছে। দর্শকদের পছন্দ মাফিক পরিচালকরা একের পর এক এক্সপেরিমেন্ট করছেন নানারকমের রহস্যের গল্প নিয়ে। সেই তালিকাতেই এবার ঢুকে পড়ল পরম, হুমা ও অবন্তিকার ‘মিথ্যা’। এই সিরিজে দেখা যাবে রজিত কাপুর এবং সমীর সোনিকেও।

ট্রেলারেই ইঙ্গিত মিলেছে এই সিরিজ কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে, তার৷ এটাকে Psychological Thriller বলা যায়। এক ছাত্রী ও অধ্যাপিকাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প। ছাত্রীর চরিত্রেই অভিনয় করেছেন অবন্তিকা ও অন্যদিকে অধ্যাপকের চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। এক গবেষণাপত্র ও একটি খুনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্পটি।প্রতি বাঁকেই নতুন নতুন চমক নিয়ে এগোবে গল্প, এমনই প্রতিশ্রুতি প্রযোজনা সংস্থার৷১৮ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...