অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না অহনা কুমরার। কিন্তু তাঁর সিবিআই অফিসার মায়ের মনে হয়েছিল, যথেষ্ট অভিনয় প্রতিভা আছে মেয়ের মধ্যে। তাই মায়ের পরামর্শ মতো হুইসলিং উড ইন্সটিটিউট-এ দুবছরের অভিনয় শিক্ষা নেন অহনা। এরপর নাসিরুদ্দিন শাহ-র সঙ্গে নাটকে অভিনয় করেন এবং পরপর দশটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি।
২০১৪ সালে অনুরাগ কাশ্যপ তাঁর টিভি সিরিয়াল যুদ্ধ-এ অভিনয়ের সুযোগ দেন অহনাকে। এই ধারাবাহিকে তিনি অভিনয় করেন অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে। এরপর আবার একটি টিভি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এই ধারাবাহিকটির নাম ছিল এজেন্ট রাঘব।
নাসিরউদ্দিন শাহ-র সঙ্গে নাটকে অভিনয়ের পর দ্য ব্লু বেরি হান্ট ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান অহনা। শুধু তাই নয়, ২০১৭ সালে অহনার সাফল্যের পথ আরও মসৃণ হয়ে ওঠে লিপস্টিক আন্ডার মাই বোরখা ছবিতে অভিনয়ের পর। এই ছবিতে লীলার চরিত্রে অভিনয় করে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছিলেন তিনি।
ওয়েব সিরিজ ইনসাইড এজ-এ শাহানা বরিষ্ট-র চরিত্রে অভিনয় করেও যথেষ্ট প্রশংসা পেয়েছেন অহনা। এছাড়া তাঁর অভিনয়ে সমৃদ্ধ হয়েছে অফিসিয়ালি সিইওগিরি, রংবাজ প্রভতি পাঁচটি ওয়েব সিরিজ। এরপর অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিতে প্রিযংকা গান্ধীর চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি, মিটু ছবির নির্দেশক সাজিদ খানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেও হইচই ফেলে দেন। ওই সময় অহনা জানিয়েছিলেন, সাজিদ খান তাঁকে শারীরিক ভাবে কোনও কিছু না করলেও, অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে অ্যাডাল্ট জোকস শুনিয়েছিলেন।
এই ঘটনার পর গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল যে, জনপ্রিয় নির্দেশকের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি ভুল করেছেন, তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু এর ঠিক উলটোটা ঘটেছিল তাঁর জীবনে। ২০১৯ সালে তিনি একাধিক ওয়েব সিরিজের শুটিং-এ অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ছিল বেতাল, মরজি, স্যান্ডউইচ ফর এভার প্রভতি। এছাড়া, ২০২০ সালের শুরুতে খুদা হাফিজ ছবিতেও অভিনয় করেন তিনি। তাঁর এই ছবিটি করোনার আবহের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম-এ রিলিজ হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডি চরিত্রেও অভিনয় করেছেন অহনা।