একসময় একটি ক্লাসিক প্রেমের গল্প নিয়ে দর্শকদের মন মাতিয়েছিল Gadar- Ek prem katha ছবিটি। গল্পের কেন্দ্রে একজন ট্রাক চালক এবং একটি মুসলিম মেয়ে৷ তাদের নিখাদ প্রেমের গল্প আবিষ্ট করে ফেলেছিল সকলকেই।

প্রাক-স্বাধীনতা এবং ভারত-পাক বিভাজনের মুহূর্তকে তুলে ধরেছিল এই  সিনেমাটির পটভূমিকা যা বহু মানুষকে আজও নস্টালজিক করে তোলে৷ তাই এবার সেই প্রেমের গাথা ফিরছে নয়া মোড়কে৷ তৈরি হচ্ছে ছবিটির সিকুয়েল Gadar 2৷ সানি এবং আমিশা দুজনেই গদর টু -এর সেটে ফিরতে পেরে বেজায় খুশি।ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন আমিশা৷ লিখেছেন, ‘মহুরত উপলক্ষ্যে সেনাবাহিনীর জেনারেল এবং অন্যান্য সকলেই দারুণ ভাবে আহ্লাদিত৷’

তবে একথা বললে অতিকথন হবে না যে, পুরোনো স্মৃতি চাঙ্গা করাতে বিরাট ভুমিকা নেবে এই ছবি। ম্যায় নিকলা গাড্ডি লেকে – সেই বিখ্যাত গান যা কিনা একসময় লোকের মুখে মুখে ফিরেছিল,দুই দশকের বিরতির পর তা আবার মানুষের আলোচনায় উঠে এসেছে। ২০০১ সালের পর ২০২১–এর এই খুশির খবরটা বেশ চনমনে করে তুলেছে সানির অনুরাগীদের৷ আর গদর ২ ছবির সঙ্গেই আবার ফিরছেন প্রধান দুই চরিত্র, তারা সিং এবং সাকিনা।

অভিনেতা Sunny Deol এবং অভিনেত্রী  Ameesha Patel  নিজেদের পুরোনো চরিত্র করতে পেরে বেশ খুশি৷ সীমান্তে শুরু হয়েছে শুটিং৷ আর শুটিংয়ের এই খবর  ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে জানিয়েছেন সানি এবং আমিশা দুজনেই।

এই প্রসঙ্গে, পরিচালক অনিল শর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন – তিনি যখন গদর – এক প্রেম কথা বানিয়েছিলেন, তখনই বুঝেছিলেন এটি টাইটানিকের মতোই ভারতীয় দর্শকদের নাড়িয়ে দেবে৷ প্রেমের প্রেক্ষাপটে এক ইতিহাস গড়বে ৷ হলও তাই। তিনি উৎসাহের সুরেই বলেন, টাইটানিকের থেকেও গদরের টিকিট বেশি বিক্রি হয়েছিল৷ দর্শকদের থেকে যে-ভালোবাসা এবং প্রশংসা তিনি পেয়েছেন, সেটি একেবারেই ভোলার নয়। এখনও টিভিতে এই ছবি সম্প্রচারিত হলে মানুষ যথেষ্ট পছন্দ করেন।

এবারের গল্পে তারা সিং – সাকিনার প্রেমের অংশই বেশি থাকবে বলে জানিয়েছেন পরিচালক।এই খবর প্রকাশ্যে আসতেই  শুভেচ্ছাবার্তার বান ডেকেছে কমেন্ট বক্স জুড়ে। এই অস্থির সময়েও ভালোবাসা তার চার্ম হারায়নি৷ গদর ২ নিয়ে তাই যথেষ্ট আশাবাদী  গদরের গোটা টিম৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...