মডেলিং দিয়ে কেরিয়ার Acting Career শুরু করেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন। এরপর অভিনয় জীবন শুরু করেন তেলুগু ছবি নেনোক্কাদিন কে মাধ্যম করে। এই ছবিটির পর তিনি মুম্বই যান হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ নিতে। কিছুদিন অডিশন দেওয়ার পর, ২০১৪ সালে তিনি অভিনয়ের সুযোগ পান হিরোপন্তি ছবিতে। সাব্বির খান পরিচালিত এই অ্যাকশন-রোমান্স ছবিতে, কৃতি অভিনয় করেছিলেন টাইগার শ্রফের বিপরীতে। আর এই ছবির সাফল্যই বলিউডে প্রতিষ্ঠা দেয় কৃতিকে। সম্মান এবং পুরস্কার দুই-ই পান তিনি। জিতে নেন দুটো বিশেষ অ্যাওয়ার্ড।
হিরোপন্তি করার পর আবার তিনি একটি তেলুগু ছবিতে অভিনয় করেন। সেই ছবিটির নাম ছিল দোচায়। এরপর আবার কৃতি ফিরে আসেন মুম্বইতে। তাঁর অভিনয়ে সমৃদ্ধ হয় দিলওয়ালে এবং বরেলি কি বরফি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই দুটি ছবিই বক্স অফিস সাফল্য পায়।
২০২১ নেটফ্লিক্স এর ওটিটি প্ল্যাটফর্মে ২৬ জুলাই মুক্তি পায় কৃতির অভিনীত মিমি ছবিটি। ছবিটির বিষয়বস্তু যেমন আধুনিক তেমনি তাঁর অভিনয় আপামর জনসাধারণের মন জয় করে নেয়। ২০২২ এ আসতে চলেছে আদিপুরুষ, শেহেজাদা, ভেদিয়া ও গানাপাথ। আদিপুরুষ রামায়ণ এর কাহিনি নির্ভর পৌরাণিক গল্প নিয়ে তৈরি ছবি যেখানে কৃতিকে সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং ছবিটির ভবিষ্যৎ নিয়ে কৃতি যথেষ্ট আশাবাদী।
কৃতি দিল্লির মেয়ে তাঁর জন্ম, বেড়ে ওঠা এবং লেখাপড়া সব দিল্লিকে কেন্দ্র করে। প্রাথমিক পাঠ দিল্লি পাবলিক স্কুলে। এরপর ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন নয়ডার জয়াপি ইন্সটিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি প্রতিষ্ঠান থেকে।
কৃতির বাবা রাহুল শ্যানন একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং মা গীতা শ্যানন দিল্লি ইউনির্ভাসিটির ফিজিক্স-এর প্রফেসর।
২০১৯ সালে কৃতি অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন। আর ২০২০ সালের লকডাউন পরবর্তী নিউ নর্মাল আবহে আবার অভিনয় শুরু করেছেন বেশ কয়েকটি ছবিতে। আর এই অবসরে কৃতি তাঁর কেরিয়ার নিয়ে শোনালেন আরও অনেক কথা।