নতুন ছবির কাজ শুরুর কথা জানিয়েছেন অতনু ঘোষ। 'ময়ুরাক্ষী', 'রবিবার'-এর পর আবার প্রসেনজিৎ থাকছেন তাঁর ছবির কেন্দ্রীয় চরিত্রে।সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। কলকাতা, শ্রীরামপুর, শান্তিপুরে শুটিং হওয়ার কথা রয়েছে।ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান  চান এই অতিমারির মধ্যে এমন বিষয় তুলে ধরতে, যা সিনেমাপ্রেমীদের মনের খোরাক জোগাবে। অতনুর সঙ্গে এটা তাঁর চতুর্থ কাজ।  ‘ময়ূরাক্ষী’-র মতোই এই ছবিটির বিষয়েও আশাবাদী তিনি৷

বর্তমানে মুম্বইয়ে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সেখান থেকেই চলছে পরিচালকের সঙ্গে জুম মিটিং এবং নতুন ছবির নানা প্রস্তুতি।অতনু ঘোষের ছবি এখন যেন প্রসেনজিৎ ছাড়া ভাবাই যায় না৷ এই পরিচালকেরই জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ ছবিতে অসাধারণ অভিনয় করে অকুণ্ঠ প্রশংসাও পেয়েছিলেন প্রসেনজিৎ। পরপর তিনবার এই পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে খুশি প্রসেনজিৎও৷

অতনুর গল্প বলার ধরণটি সম্পূর্ণ পৃথক, এমনটাই মনে করেন অভিনেতা প্রসেনজিৎ৷ চরিত্র নিয়ে, ছবি নিয়ে পরীক্ষানিরীক্ষায় আগ্রহী অতনুর এটাই ইউএসপি।এবারের গল্পটিও তিনি সাজিয়েছেন বেশ মুনশিয়ানার সঙ্গে৷জীবনের নানা স্তরে বহু মানুষের প্রতি জমে যায় ঋণ৷ এই ঋণকে কেন্দ্র করেই মনস্তত্ত্বের বিভিন্ন শেড তুলে ধরবেন অতনু ঘোষ, তাঁর ছবি ‘শেষ পাতা’য়। ছবিতে বাল্মীকি নামের এক লেখকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ৷ বহুদিন ধরেই তিনি নিজেকে নানা চরিত্রে সফলভাবে ভেঙেচুরে নতুন ভাবে উপস্থাপিত করে আসছেন পর্দায়৷ এই চরিত্রটিতেও তার ব্যতিক্রম ঘটবে না বলেই আশা করা যায়৷ এমন চরিত্রে তিনি আগে অভিনয় করেননি বলে দাবি করেছেন অভিনেতা।

‘শেষ পাতা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় ও রায়তী ভট্টাচার্য। ছবিতে মেধার চরিত্রে দেখা যাবে গার্গীকে।ছবিতে নিজের কণ্ঠে গানও গাইবেন গার্গী।ছবিতে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শৌনকের চরিত্রে দেখা যাবে বিক্রমকে।সংসারের দায়িত্ব শৌনকের কাঁধে। দীপার সঙ্গে শৌনকের প্রেম। তাদের জীবনের নানা ওঠাপড়াও তুলে ধরা হবে গল্পে। ছবিতে দীপার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাট্যমঞ্চের  অভিনেত্রী রায়তী ভট্টাচার্যকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...