টালিগঞ্জে যখন সৃজিত- যিশুর অপ্রিয় সম্পর্ক নিয়ে জোর কাজিয়া চলছে, ঠিক তখনই বিতর্ক উস্কে দিয়ে সৃজিত জানিয়ে দিলেন তাঁর 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির কাস্টিং৷ ছবিতে 'মহাপ্রভু'-র-ভূমিকা থেকে বাদ পড়েছে যিশু সেনগুপ্তর নাম৷ বিকল্পে সৃজিতের নির্দেশনায় 'গৌরাঙ্গ' হয়ে উঠবেন পরমব্রত চট্টোপাধ্যায়!

প্রযোজক রানা সরকার আগেই ইঙ্গিত  দিয়েছিলেন যে, 'নতুন,পুরোনো সবরকম 'অপশন'-ই ভেবে দেখা হচ্ছে। আলোচনা চলছে। এখনই কিছু ফাইনাল হয়নি।'  কিন্তু এবারে প্রকাশ্যে এসে গেছে পরমব্রতর নাম৷ লক্ষীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে ।

শ্রীজাতর প্রথম ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন পরম-প্রিয়াঙ্কা। এবারে সেই  জুটির উপর ভরসা করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়ও। সঙ্গে সৃজিত সংবাদমাধ্যমে জানিয়েছেন চৈতন্য চরিত্রে কখনওই নাকি যিশুর কথা ভাবা হয়নি। ‘উমা’ এবং ‘এক যে ছিল রাজা’ ছবির পর থেকেই নাকি দু’জনের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, ‘ছবি নিয়ে যিশুর সঙ্গে আলোচনার ইচ্ছে প্রকাশ করা হলেও, সেটা অবশ্য অন্য চরিত্রের জন্য। যিশু সময় দিতে পারেনি। তাই আপাতত যিশুকে নিয়ে কোনও ভাবনা চিন্তা হচ্ছে না।

সৃজিতের ছবি নটীবিনোদনী ও শ্রী চৈতন্য দুটিই বায়োপিক হিসেবে তৈরি হওয়ার কথা ৷ তবে এই 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির কথা বলতে গিয়ে সৃজিত জানিয়েছেন, মহাপ্রভুর বায়োপিকে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে।এটাই কাহিনির চমক৷ শ্রীচৈতন্যর জীবনের বড়ো একটা অংশ তো থাকবেই তার সঙ্গে থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যর খুঁটিনাটি বিষয়ও। তবে পুরোপুরি পিরিয়ড  পিস হিসাবে উপস্থাপিত হবে না এই ছবি।

বহু বছর আগেই সৃজিত প্ল্যান করেছিলেন মহাপ্রভুর জীবনী নিয়ে ছবি করার। সোশ্যাল মিডিয়ায় এই ছবির চিত্রনাট্য নিয়ে প্রকাশ্যে জানিয়েও ছিলেন সৃজিত। তবে নানা টালবাহানাতে ছবির কাজ শুরু করা হয়নি।

বর্তমানে সৃজিতের খুবই ব্যস্ত শেডিউল৷ বলিউডে তাপসী পান্নুকে নিয়ে ক্রিকেটার ‘মিতালি রাজে’র বায়োপিক, টলিউডে কলেজ প্রেম নিয়ে ‘এক্স ইকিউয়াল টু প্রেম’। ইতিমধ্যেই ‘এক্স ইকিউয়াল টু প্রেম’ ছবির শুটিং শুরু হয়েছে। মিতালি রাজের জন্যও একেবারে তৈরি সৃজিত। তার মাঝেই টলিপাড়ায় হইচই ফেলেছে  শ্রীচৈতন্যর বায়োপিক।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...