প্রযোজক: একতা কাপুর ও শোভা কাপুর

লিখেছেন: রাজ শান্ডিল্য ও নরেশ কাঠুরিয়া

পরিচালক: রাজ শান্ডিল্য

অভিনয়ে:  আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে, আন্নু কাপুর, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোত সিং, মনোজ জোশী, সীমা পাহওয়া, বিজয় রাজ, আসরানি প্রমুখ।

সাম্প্রতিক খবরগুলিতে প্রকাশ ‘Dream Girl 2’  ছবিটি রিলিজের ৮ দিনের মধ্যে প্রায় ৭২ কোটি টাকার ব্যাবসা করে ফেলেছে। সানি দেওলের ‘গাদার ২’ যেখানে বলিউডে ধামাকা মাচিয়ে রেখেছে সেখানে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল ২’ নিয়ে সকলের মনেই একটা আশঙ্কা কাজ করছিল। বক্স অফিসে ছবিটির উপার্জন ছবিটির সাফল্যের দিকে ইঙ্গিত করছে ঠিকই কিন্তু তবুও ছবিটিতে অনেক খামতি লক্ষিত হয়। এক টানা আট বছর ধরে টিভি শো 'কমেডি সার্কাস'-এর জন্য সংলাপ লিখেছিলেন যে ব্যক্তি সেই রাজ শান্ডিল্য পরে বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য সংলাপ লিখেছিলেন যেগুলি বক্স অফিসে ব্যর্থ হয়, তবে লেখক ও পরিচালক হিসাবে তাঁর ২০১৯ সালের ছবি "ড্রিম গার্ল" সফল হয়েছিল। এখন তিনি একই ছবির সিক্যুয়েল 'ড্রিম গার্ল ২' তৈরি করেছেন এবং তিনি নিজেই জানিয়েছেন যে তিনি মোটেই ভালো গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখতে জানেন না, এমনকী তিনি ভালো পরিচালকও নন। প্রসঙ্গত, রাজ শান্ডিল্য 'হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি'র সহায়তায় টিভি পর্বের জন্য কিছু কমেডি এপিসোড লিখেছিলেন।

গল্প:

‘Dream Girl 2’ কে সেই অর্থে ঠিক সিক্যুয়েল বলা যায় না। যদিও ২০১৯ এ মুক্তি পাওয়া প্রথম পর্বের ছবির সঙ্গে সামান্য মিল রয়েছে ছবির প্রেক্ষাপটে। কয়েকজন ছাড়া দ্বিতীয় পর্বের ছবিতেও প্রথম পর্বের অভিনেতাদেরই দেখা গিয়েছে। ছবির প্রেক্ষাপট উত্তরপ্রদেশের মথুরার যমুনা নদীর তীরে বসবাসকারী জগজিৎ(আন্নু কাপুর) এবং তার ছেলে করম(আয়ুষ্মান খুরানা) কে নিয়ে। আগের ছবির মতো এই ছবিতেও বাবার ঋণ শোধ করতে প্রতিদিন হিমশিম খাচ্ছেন বেকার করম। এর মধ্যে করম-এর জীবনে প্রেমিকা রূপে অনন্যা পান্ডে ওরফে পরির প্রবেশ ঘটে। পরির আইনজীবী বাবা শ্রীবাস্তব(মনোজ জোশী) করমের বাড়ির অবস্থা দেখে শর্ত দেন যে করমকে ছয় মাসের মধ্যে একটি ভালো বাড়ি করতে হবে এবং তার অ্যাকাউন্টে ২৫ লক্ষ টাকা থাকতে হবে। এখান থেকেই মোড় নেয় আসল গল্প। প্রেমিকার বাবার শর্তপূরণ করতে গিয়ে মহাফ্যাসাদে পড়তে হয় সেই যুবককে। টাকা রোজগারের জন্য মহিলার বেশভূষা ধারণ করতে হয় তাকে। পরের গল্প সেই মহিলা চরিত্রকে বাঁচিয়ে রাখতে তৈরি হওয়া একের পর এক জটিলতা আর লুকোচুরিকে কেন্দ্র করে। ছবিটিতে বিশেষ নতুনত্ব কিছু নেই।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...