ছোটো পর্দায় তিনি চেনা মুখ। মুম্বইয়ে হিন্দি সিরিয়ালে দীর্ঘদিন কাজ করছেন জেসমিন ভসিন। ‘টশন-এ ইশক’ ধারাবাহিক দিয়ে তাঁর টেলিভিশন-এ কাজের সূত্রপাত। অভিনেত্রী জেসমিন ভসিন শুধু অভিনেত্রীই নন,  একজন মডেলও। অভিনয়ের সূত্রপাত হয়েছিল দক্ষিণী ছবিতে অভিনয় করা দিয়ে। কোটাতে জন্মেছিলেন তিনি, যদিও বেড়ে ওঠা দিল্লিতে।

বাড়িতে ছিল পড়াশোনার পরিবেশ। প্রথা ভেঙে তিনিই প্রথম অভিনয়ের ক্ষেত্রটাতে আসেন। সেই কারণেই তাই কেরিয়ার  শুরু করতে মুম্বইয়ে আসেন জেসমিন। সুযোগ মেলে তামিল ধারাবাহিকে কাজ করার। তারপর ক্রমশ হিন্দি ধারাবাহিকে নিজের স্থান কায়েম করেন তিনি। মা অধ্যাপিকা, দিদাও শিক্ষিকা ছিলেন। কিন্তু জেসমিন আজ এটা বলতে গর্ব অনুভব করেন যে, ‘আমার দিদা আমায় টিভিতে দেখে দারুণ খুশি হতেন।’

পরিবারের সাপোর্টটাকে বরাবরই খুব গুরুত্বের সঙ্গে বিচার করেন জেসমিন। তাঁর ওপর পরিবারের সকলে আস্থা রেখেছিলেন বলেই, তিনি কেরিয়ারে এগোতে পেরেছেন বলে মনে করেন এই অভিনেত্রী। ‘আমার পারফর্মেন্স দেখে ওঁরা কড়া সমালোচনা করেন বলেই, আমি প্রতিবার নিজের ভুলগুলো শুধরে নিতে পারি’, বলেন জেসমিন। আমি ছোটো শহর থেকে এসেছি। কোটা-তে টিভি-ই মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিল। ফলে টিভির সাফল্যেই মানুষের মনে জায়গা পাব এই বিশ্বাস আমার ছিল। বাস্তবে ঘটেছেও তাই, খুশির গলায় বলেন তিনি।

টিভির এই কেরিয়ারে তিনি যে খুব সুখী তা আর বলে দিতে হয় না। কোটার সেই পুরোনো বাড়িতে গেলে আজও, প্রতিবেশীরা তাঁকে সমান ভাবে ভালোবাসায় ভরিয়ে তোলেন। এটাই তাঁর প্রাপ্তি বলে মনে করেন জেসমিন। প্রাপ্তির ঝুলি ভরে গেছে— এবার অন্যদের জন্যও কিছু করার কথা ভাবেন তিনি। তাঁর ইচ্ছে মেয়েদের শিক্ষা আর দু’বেলার খাবার জোটানোর পথ যাতে তৈরি হয়, সেরকম কোনও সামাজিক কাজে যোগ দেবেন তিনি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...