'সীতা দ্য ইনকারনেশন' ছবিতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন, এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই খবরটা স্বয়ং ফাঁশ করলেন কঙ্গনা রানাওয়াত৷প্রাথমিক ভাবে ছবিটির জন্য দীপিকা বা করিনার নাম আলোচনায় উঠে এসেছিল৷ কিন্তু ছবিটিতে অভিনয় করার জন্য বিশাল অঙ্কের টাকা দাবি করে বসেন করিনা।এই অঙ্ক প্রযোজকরা দিতে নারাজ৷এদিকে ছবিটি করবেন কিনা তা নিয়ে দ্বিধায় দীপিকা৷

এই যখন অবস্থা, ঠিক তখনই দীপিকা এবং করিনা কপূর খানের মতো বলিউডের হেভিওয়েট নায়িকাকে  কার্যত  টেক্কা দিয়ে, রোলটি হস্তগত করলেন কঙ্গনা রানাওয়াত৷ তিনি নিজেই তাঁর  ইনস্টাগ্রাম পোস্টে জানান দিয়ে দিলেন যে, বহু আলোচিত সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনিই। এদিকে সীতার চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাউত,এ কথা ঘোষণা করে দিলেন প্রযোজনা সংস্থা এসএস স্টুডিওর কর্ণধার সালোনি শর্মাও।

ইতিমধ্যেই বিগ বাজেট এই পিরিয়ড পিস-এর জন্য সই-সাবুত সেরে ফেলেছেন কঙ্গনা। চুক্তিতে শীলমোহর বসিয়েছেন প্রযোজক সলোনিও। কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার শুধু ফ্লোরে যাওয়ার অপেক্ষা।

বিতর্কের জন্য সবসময়েই শিরোনামে খাকেন তিনি৷কিন্তু এবার রীতিমতো এই ডাকসাইটে প্রজেক্ট অভিনেত্রীর ঝুলিতে এসে পড়ায় অনেকেরই ঈর্ষার কারণ হবেন কঙ্গনা। ‘দ্য ইনকারনেশন: সীতা’ ছবিতে কঙ্গনা রানাওয়াত সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আসতেই, তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কঙ্গনা নিজের পোস্টে লেখেন যে, তিনি একাধিক গুণী মানুষদের সঙ্গে একই বোর্ডে (ফিল্মে) থাকতে পেরে খুব খুশি। একই সঙ্গে তিনি রাম-সীতার গুণ-বন্দনাও করেছেন তাঁর পোস্টে।

মনোজ মুন্তাশিরের সংলাপ, অলৌকিক দেশাইয়ের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে, ' এ হিউম্যান বিইং' এর প্রোডাকশন হাউস। ছবিটি শুধু যে বলিউড ফিল্ম হিসাবে পরিচিত হবে, তা নয়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড, মালয়ালমে ডাবড ভার্শন হিসাবে এই ছবি মুক্তি পেতে চলেছে।

প্রসঙ্গত, সদ্য কঙ্গনা অভিনীত জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ মুক্তি পেয়েছে। এতে তাঁর অভিনয় দেখে অভিনেত্রীর প্রশংসা করেছেন খোদ দক্ষিণী ইন্ডাস্ট্রির ‘থালাইভা’ রজনীকান্ত।মন কষাকষি ভুলে প্রসংশায় পঞ্চমুখ হয়েছেন একতা কপূরও৷ গত মাসেই বুদাপেস্টে ‘ধাকড়’-এর শুটিং শেষ করে হাত দিয়েছেন ‘তেজস’-এর কাজে। এবার এই মোটা অঙ্কের বলিউড ছবি ‘দ্য ইনকারনেশন: সীতা’র চরিত্র পাওয়ায়, কঙ্গনা হাতে যেন চাঁদ পেলেন৷। অভিনেত্রী যে ফিল্মি কেরিয়ারের সেরা সময় কাটাচ্ছেন, তা বলাই বাহুল্য।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...