একদা প্রিয়দর্শন পরিচালিত 'ভুল ভুলাইয়া' ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। মুখ্য ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালন, শাইনি আহুজা  ও অমিশা পটেল। একই নামের পার্ট টু ছবিটি পরিচালনা করছেন অনীশ বাজমি। অনীশও এর আগে কমেডি ছবি পরিচালনা করেছেন কিন্তু দর্শকদের মতে প্রিয়দর্শনের জাদু-ছোঁওয়া আনিশের নেই।প্রযোজকের তরফে জানানো হয়েছে যে, ‘ভুল ভুলাইয়া ২’ পুরোপুরি আগের ছবির সিকুয়েল নয়। নতুন ছবিতে, কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে কিয়ারা আদবানি  ও তাব্বুকে।

কার্তিক আরিয়ানের  ভক্তদের মনে উন্মাদনার শেষ নেই এই ছবিকে ঘিরে৷ এই প্রজন্ম কার্তিকের ডাই হার্ড ফ্যান। কার্তিক নিজেও যথেষ্ট উত্তেজিত এই ছবি নিয়ে৷ কিন্তু নানা কারণে ছবির শুটিং কিছুতেই শেষ হচ্ছে না। এ ছবি যেন সত্যিই গোলকধাঁধা! শুরু থেকেই বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে ছবিটি৷  এর আগে বার কয়েক নানা কারণে বন্ধ হয়েছে ছবির শুটিং৷কার্তিক নিজে করোনা আক্রান্ত হওয়াতে ছবির কাজ আটকে ছিল বেশ কিছুদিন।আগস্ট-এ আবার শুটিং শুরু হয়েছে ছবিটির।

এরই মাঝে একদিন এক আশ্চর্য ঘটনা ঘটেছে ছবির সেটে৷একটি নাটকীয় সিকোয়েন্সের শুট করার সময়,কার্তিকের কথা বলা বন্ধ হয়ে যায়। অভিনেতা দেখেন, তাঁর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কিছুতেই। সেটা ছিল কার্তিক আরিয়ান আর বিপরীতে তাব্বুর একটি জম্পেশ অভিনয়-দৃশ্য ।

তবে ভৌতিক বিষয়ের ছবি বলেই এই ঘটনাকেও ভৌতিক কাণ্ড বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই৷ আসলে কার্তিক ভীষণই প্যাশনেট অভিনেতা। তাই পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন। অতঃপর চিত্রনাট্যের পাতা থেকে তাঁর চরিত্রকে বাস্তবরূপ দিতে কোনওরকম খামতি রাখেননি। চরিত্রকে ফুটিয়ে তুলতে গিয়েই অতিরিক্ত গলা চড়িয়ে ফেলেছিলেন৷ ফলস্বরূপ তাঁর স্বরযন্ত্র ক্ষতিগ্রস্থ হয়।আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়৷

এই ঘটনা চাক্ষুশ করে স্বাভাবিক ভাবেই টিমের সকলে উত্তজিত হয়ে ওঠেন৷পরে পরিচালক অনীশ বাজমি জানান, 'আসলে তাব্বু আর কার্তিকের ওরকম একটা দৃশ্যতে সেটের সবাই ইনভল্ভড ছিলেন পুরোদমে। অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা সবাই'।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...