অভিনয় এবং পরিচালনা দুই ক্ষেত্রেই নিজের প্রতিভাকে তুলে ধরে জনপ্রিয়তা অর্জন করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাই প্রতিবারই বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে যায়। আরও ভালো কিছু আশা করেন কৌশিক গঙ্গোপাধ্যায়-এর কাছ থেকে। হয়তো সেই আশা পুরণ হবে নতুন ভাবে। কারণ, মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়-এর নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’।

‘অর্ধাঙ্গিনী’ ছবিটি তৈরি হয়েছে 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনায়।  ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান এবং কৌশিক সেন। কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’-র পোস্টার এবং পোষ্টারটি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। দু’ ভাগে বিভক্ত অ্যাপেল শেপ-এর অভিনব এই পোষ্টারটিতে দেখা গেছে, একদিকে  রয়েছে চূর্ণী গঙ্গোপাধ্যায়-এর মুখ এবং অন্যদিকে রয়েছে জয়া আহসান-এর মুখ।

জানা গেছে, এক পুরুষের জীবনে সমান্তরাল ভাবে দুই নারী কীভাবে অবস্থান করবে, তাই নাকি এই ছবির মুখ্য বিষয়। পরিচালকের মতে, এই ছবি দর্শকদের মনে আলোড়ন ফেলবে এবং ছবিটি দেখার পর এক অন্যরকম ভালোলাগার অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন দর্শকরা।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চূর্ণী এবং জয়া আহসান-কে মাথায় রেখে এই ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবির কাহিনি অনুযায়ী, এক প্রাক্তন স্ত্রী এবং এক বর্তমান স্ত্রী-র ভূমিকায় অভিনয় করেনোর জন্য তিনি চূর্ণী এবং জয়া-কে বেছে নিয়েছিলেন আগে থেকেই। বিশেষকরে জয়া যে চরিত্রটিতে অভিনয় করেছে, তা এক বাংলাদেশি চরিত্র। শুধু তাই নয়, পরিচালকের মনে হয়েছে, চ্যালেঞ্জিং দুই নারী চরিত্রে চূর্ণী এবং জয়া একেবারে পারফেক্ট সিলেকশন। ছবিটি দেখার পর অবশ্য দর্শকরাও বুঝতে পারবেন, পরিচালকের ভাবনা কতটা সঠিক ছিল।

আসলে এই ছবিটিকে ত্রিভূজ প্রেমের কাহিনি বলতে রাজি নন পরিচালক। বরং তাঁর মতে, সম্পর্কের জটিল রসায়ন এবং সর্বোপরি মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলা এই ছবি দর্শকদের নতুনত্বের স্বাদ দেবে বলে মনে করেন তিনি।

ছবিটিতে এক অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন। আর তাঁর দুই স্ত্রী-র মধ্যে চূর্ণী প্রাক্তন এবং জয়া আহসান বর্তমান স্ত্রী। তবে কীভাবে চূর্ণী প্রাক্তন হলেন এবং জয়া আহসান কীভাবে কৌশিকের জীবনে এলেন, ছবিটি দেখার পর সেই কৌতূহল মিটবে দর্শকদের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...