বলিউডে সুপারস্টারদের পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণী তারকা প্রভাস। তামিল নাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশকে ছাপিয়ে তাঁর জনপ্রিয়তা এখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।একের পর এক ছবিতে সাইন করছেন Telugu actor Pravaas। রাধে শ্যাম, সালার, আদিপুরুষ,  প্রজেক্ট কে-- ছবির তালিকা ক্রমবর্ধমান। গত দশ বছরে ভারতীয় সিনেমার ইতিহাসে দুজন সুপারস্টার সিনেমা পিছু পারিশ্রমিক পেয়েছেন ১০০ কোটি টাকা। সেই দুজন হলেন সলমন খান ও অক্ষয় কুমার। এবার সেই তালিকায় নতুন নাম প্রভাস।

এসএস রাজামৌলির ‘Bahubali’ তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছে, তা অন্য কোনও ছবি দিতে পারেনি। অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলীকে সকলেরই মনে আছে। তারপর তিনি প্যান-ইন্ডিয়া ছবি ‘সাহো’তে অভিনয় করেন।এবার পরিচালক নাগ অশ্বিনের বড়ো বাজেটের ছবি ‘প্রজেক্ট কে’ নিয়ে যথেষ্ট আশাবাদী প্রযোজক। ৪০০ কোটি টাকায় তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’। যে-টাকায় মঙ্গল গ্রহে রকেট পাঠিয়েছে ভারত।

মনে করা হচ্ছে, ‘বাহুবলী’র মতো তুমুল জনপ্রিয় ছবির সব রেকর্ড নাকি ভেঙে দেবে ‘প্রজেক্ট কে’।বস্তুত নাগ অশ্বিন ছবিটির জন্য ২০০ দিন ধরে প্রস্তুতি নিয়েছেন। ছবির আরও বড়ো চমক। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।‘Project K’-তে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনয় দক্ষতায় বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে আজ বলিউডেও তাঁর যথেষ্ট নাম ডাক রয়েছে। অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে কাহানি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।এবার দক্ষিণী ছবিতে অভিনেতার হাতেখড়ির খবরে খুশির হাওয়া ভক্তমহলে।

হায়দরাবাদের রামোজি ফ্লিম সিটিতেই ছবির শ্যুটিংয়ের একটি বড়ো পর্ব সারা হয়েছে। বিগ বাজেট এই ছবিটি মূলত একটি সাই-ফাই বা সায়েন্স ফিকশন ৷ এই ছবির হাত ধরেই একদিকে যেমন প্রথম বিগ বির সঙ্গে কাজ করছেন প্রভাস, তেমনই এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিনে জুটি বাঁধবেন প্রভাস-দীপিকাও ৷ তেলুগু প্রযোজক সি. অশ্বিনী দত্তের এই মেগা বাজেট ছবিটি আগামি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই মনে করছেন সকলে ৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...