রামায়ণের কাহিনি নিয়ে একটি মেগাবাজেট ছবি তৈরি করতে চলেছেন প্রযোজক মধু মান্তেনা ও দক্ষিণী প্রযোজক অল্লু অরবিন্দ।শোনা যাচ্ছে এই ছবিতে নাকি অভিনয় করবেন বহু বলিউড তারকা। পাশাপাশি দেখা যাবে বেশ কিছু দক্ষিণী অভিনেতাকেও।

প্রাচীন সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’ আজও দর্শকের কাছে আকর্ষণীয়। ৮০- র দশকে টিভির জন্য তৈরি রামানন্দ সাগরের Ramayana রীতিমতো সাড়া জাগিয়েছিল। আদিকবি ঋষি বাল্মীকি, রামায়ণের রচয়িতা। গ্রন্থটি বৈদিক শাস্ত্রের অন্তর্গত। এই মহাকাব্যের গল্প একাধিক সময়ে পরিচালক ও নির্মাতারা টেলিভিশনের পর্দা অথবা বড়ো পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।এই দফায় রুপোলি পর্দায় ‘রামায়ণ’-কে ফের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন বলিউড পরিচালক নীতেশ তিওয়ারি।

ছবিতে রাবণের চরিত্রে নেওয়া হবে হৃতিক রোশনকে তা  প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে হৃতিক রাবণের চরিত্রে অভিনয় করতে রাজি না হওয়ায় অন্য কথা ভাবতে হচ্ছে নির্মাতাদের। শোনা যাচ্ছে দক্ষিণী তারকা যশকে রাবণের চরিত্রের জন্য চূড়ান্ত করতে পারেন ছবির প্রযোজক।

‘বিক্রম বেদা’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন Rithik Roshan। তাই আপাতত ছবিতে রাবণের চরিত্রে নেওয়া হবে হৃতিক রোশনকে তা  প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে হৃতিক রাবণের চরিত্রে অভিনয় করতে রাজি না হওয়ায় অন্য কথা ভাবতে হচ্ছে নির্মাতাদের।। এই যুক্তি দেখিয়েই নাকি নীতেশের ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই একই কারণে নাকি ব্রহ্মাস্ত্র ২-এর অফারও ছেড়ে দিয়েছিলেন Rithik Roshan।

এ দিকে নির্মাতারা, দক্ষিণী সুপারস্টার যশের কাছে ‘রামায়ণ’-এর চিত্রনাট্য পাঠিয়েছেন। তা নাকি পছন্দও হয়েছে ‘কেজিএফ’ খ্যাত তারকার। সবুজ সংকেত পেলে ছবিতে নিঃসন্দেহে রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা Yash-কে। তেমনটা হলে দু-এক বছরের মধ্যেই বড়োপর্দায় আসছে ‘রামায়ণ’। সবটাই এখন সময়ের অপেক্ষা।

এদিকে কেজিএফ ২-এর পর যশের ভক্তের সংখ্যা বেড়ে গিয়েছে। KJF-2-এর সাফল্যের পর অভিনেতার অনুগামীরা তাঁর আগামী সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। Yash-এর পক্ষ থেকে পরবর্তী সিনেমার ঘোষণা এখনও করা না হলেও, তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি বড়ো কিছু করতে চলেছেন। জোর গুঞ্জন, নিতেশ তিওয়ারির রামায়ণই সেই বড়ো প্রজেক্ট হতে পারে, যেটার কথা যশ বলেছিলেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...