মৃত্যু রহস্য উন্মোচিত হয় না সর্বদা। থেকে যায় অনেক প্রশ্ন এবং সেইসব প্রশ্নের উত্তরও পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কেন এমনটা ঘটে? এই প্রশ্নের উত্তর অবশ্য অনেকাংশে প্রায় সকলেরই জানা আছে।

আসলে, ক্ষমতাবানরা যে কুকর্মই করুন না কেন, তাদের প্রশ্ন করলেই বিপদ! শুধু অত্যাচারিত হওয়াই নয়, জীবন বিসর্জনও দিতে হতে পারে। এই যেমন এক তরুণী চিকিৎসক যে হাসপাতালে সেবা দিত, সেই হাসপাতালেই অত্যাচারিত হয়ে প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাকে।

মর্মান্তিক! আর এমন মর্মান্তিক ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। অবশ্য এইসব মর্মান্তিক ঘটনা সমাজে যথেষ্ট প্রভাবও ফেলছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। কিন্তু অপরাধীরা জনগণের প্রতিবাদে কতটা ভয় পেয়েছে, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ, রাজনৈতিক ছত্রছায়ায় থাকলে, অপরাধীদের মনে ‘ভয়’ শব্দটা জায়গা পায় না। তবুও থেমে থাকলে চলবে না, প্রতিবাদে আরও সরব হতে হবে প্রত্যক্ষে কিংবা পরোক্ষে। সাহিত্য, সংস্কৃতি সমস্ত মাধ্যমে তুলতে হবে--- প্রশ্ন। আর এভাবেই প্রশ্ন করে উত্তর পাওয়ার আশায় তৈরি হয়েছে ‘প্রশ্ন’ শিরোনামে একটি বাংলা ছবি। মর্মস্পর্শী বিষয়ে সমৃদ্ধ এই ছবির পরিচালক মিলন ভৌমিক।

দক্ষিণ কলকাতা-র বৈষ্ণবঘাটা অঞ্চলে পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে সম্প্রতি লঞ্চ করা হল ‘প্রশ্ন’ ছবির পোস্টার।

‘কেএসএম ফিলম কম্বাইন’-এর প্রযোজনায় তৈরি হওয়া ‘প্রশ্ন’ ছবিটি চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক মিলন ভৌমিক। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পায়েল সরকার। ছবিটির অন্যান্য চরিত্রে রূপদান করেছেন রাজ, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, তুলিকা বসু, বিডি মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুমন বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, অনিশা সরকার, অভিরূপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, অভীক , শবনম, সৈকত ঘটক, দীপ মহালনবিশ, প্রসেনজিৎ, সৌরদীপ, অগ্নিপর্ণা, তিতিক্ষা, ময়ুখ ভট্টাচার্য প্রমুখ।

‘প্রশ্ন’ ছবির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পার্থসারথি চক্রবর্তী এবং সম্পাদনায় ছিলেন নির্মল পাড়ুই। ছবিটির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি কর এবং সৌমিত্র কুণ্ডু। ছবিটির কাহিনি এবং চিত্রনাট্য রচনা করেছেন বিশ্বনাথ হালদার। কার্যনির্বাহী প্রযোজক সৈকত ঘটক।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...