মোবাইলে ডকুমেন্ট্রি ছবি শু্ট করার কথা আমরা শুনি, ছোটখাটো ভিডিও তৈরি করেও ইউ টিউবে লোড করছেন অনেকে। তবে সম্প্রতি আস্ত একটি হিন্দি ছবির শুটিং আইফোনে সেরে নজির গড়লেন বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজ।

হলিউডে স্মার্টফোন ব্যবহার করে পূর্ণ দৈর্ঘের ছবি তৈরি হয়েছে আগেই। লকডাউন চলাকালীন সিনেমার নির্মাণ প্রক্রিয়া নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলেছে সারা বিশ্বজুড়ে। এই প্রচেষ্টা কার্যত কাজে লাগিয়ে অ্যাপল-এর মতো সংস্থা iPhone ১৪-প্রো বাজারে এনেছে। এই সুযোগকেই কাজে লাগিয়েছেন বিশাল ভরদ্বাজ এবং ভারতবর্ষের ফিলম-এর ইতিহাসে ফোনের ব্যবহার করে আস্ত একটা ছবি তৈরি করাকে সম্ভব করে দেখিয়েছেন বিশাল এবং এই সঙ্গে ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরও গড়ে ফেলেছেন।

ক্যামেরা, টেকনিক্যাল টিম, বিশাল কাস্ট এবং ক্রু সবকিছু বাদ রেখেই বিশাল এই আইফোন দিয়েই একটি গোটা শর্ট ফিলম ‘ফুরসত’ শুট করেছেন। এই হিন্দি শর্ট ফিলম-টি অ্যাপেল-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল-এর জন্য তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করেছেন ঈশান খট্টর ও ওয়ামিকা গব্বি, যিনি আগে পাঞ্জাবী সিনেমায় অভিনয় করেছেন।

মিউজিক্যাল এই লভস্টোরি সবথেকে বেশি চর্চিত হওয়ার কারণই হল শুটিং-এর এই নতুন মাধ্যম। এর সঙ্গে অবশ্যই রয়েছে বিশালের সংগীত পরিচালনা এবং শামক ডাভর-এর নৃত্য পরিবেশনা। আই ফোনের ক্যামেরায় শুটিং-এর জন্য ক্রু এবং লেন্স-এর বিশাল সম্ভার ব্যবহার না করেই অতি সহজেই দ্রুত শুটিং-এর কাজ এগিয়ে নিয়ে গেছেন বিশাল।

পরিচালক নিজেই জানিয়েছেন ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলিও খুব সহজে দুর্দান্ত ভাবে iPhone-এর ক্যামেরা দিয়ে সহজেই শুট করা গেছে। বিশালের এই প্রচেষ্টার ফলে হিন্দি সিনেমার জগতে যুগান্তকারী পরিবর্তন আসার সম্ভাবনা কয়েক গুন বেড়ে গেছে! এবার বহু পরিচালকই, এখন থেকে কম বাজেটে সিনেমা তৈরির ঝুঁকি নিতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...