বাড়িতে সময় কাটছে না, অনেকেই খুব হতাশ হয়ে পড়েছেন৷ তাদের মনে উদ্দীপনা ফিরিয়ে আনতে, আমরা আজ নিয়ে এলাম অভিনব দুটি রেসিপি৷ রান্না কিন্তু ভালো টাইমপাস৷ সেই সঙ্গে রয়েছে সৃষ্টির আনন্দ৷ সবার বাড়িতে আজকাল সহজেই পাওয়া যায় নুডলস৷ সেই নুডলস-কে কাজে লাগিয়েই বানিয়ে ফেলতে পারেন এই ডিশ-গুলি৷

নুডলস কাটলেট

উপকরণ – ১ প্যাকেট ইন্সটান্ট নুডলস, ১ কাপ বাঁধাকপি গ্রেট করা, ১/২ কাপ চিজ, ১টা পেঁয়াজ কুচোনো. ২য়ো কাঁচালঙ্কা কুচি করা, ৩ বড়ো চামচ কর্নফ্লাওয়ার, ভাজার তেল, নুন স্বাদমতো৷

প্রণালী- মশলা ছাড়া শুধু নুডলসটা জলে সেদ্ধ করে নিন৷ একটু ঠান্ডা হলে বাঁধাকপি, চিজ, পেঁয়াজ, অল্প নুন ও কাঁচালঙ্কা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন৷নুডলস-এর মশলা ছড়িয়ে, হাল্কা হাতে ভালো ভাবে মেখে, ছোটো ছোটো কাটলেটের আকারে গড়ে নিন৷ শুকনো কর্নফ্লাওয়ার প্লেটে নিন৷ এর উপর কাটলেট ভালো ভাবে মাখিয়ে নিন৷ কড়ায় অল্প তেলে ভেজে নিন৷ গরম গরম পরিবেশন করুন চাটনির সঙ্গে৷ বৃষ্টির দিনে দারুণ লাগবে৷

স্যালাড নুডল্স

Salad Noodles Recipe

উপকরণ- ১০০গ্রাম সেদ্ধ নুডল্স, ১/২ কাপ বিন স্প্রাউট্স, ২ বড়ো চামচ তেল, ৫-৬টা পেঁয়াজকলি কুচি করা, ৪-৫ টি মাশরুম কুচি করা, ১/২ হলুদ ও লাল ক্যাপসিকাম, একটা ছোটো সবুজ ক্যাপসিকাম, ১টা মাঝারি আকারের গাজর পাতলা করে কাটা, ১ ছোটো চামচ ভিনিগার, একটা লংকা কুচি করা, একটা ব্রোকোলি কুচি করা, ১ বড়ো চামচ খোলায় ভাজা বাদাম, ১ বড়ো চামচ লেবুর রস, নুন স্বাদমতো।

প্রণালী - একটা প্যানে তেল গরম করুন। এতে পেঁয়াজ, রসুন, ব্রোকোলি, মাশরুম, তিন রঙের ক্যাপসিকাম ও গাজর ভালো ভাবে সঁতে করুন। পাত্রে  সেদ্ধ নুডল্স রেখে, নুন, ভিনিগার দিন।নেড়েচেড়ে  নিন৷ সঁতে করা সবজি এর সঙ্গে মিক্স করে নিন৷লংকাগুঁড়ো, রোস্টেড বাদাম, পেঁয়াজকলি ছড়িয়ে সার্ভিং ডিশে সাজান। উপর থেকে লেবুর রস, বিন স্প্রাউট্স ছড়িয়ে দিন। বাকি বাদাম ছড়িয়ে দিয়ে সার্ভ করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...