৫০ বছরেরর ঊধের্ব বা তার বেশি বয়সি মহিলাদের মধ্যে কি স্তন ক্যানসারের প্রবণতা বেশি?
- সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের প্রবণতা বেশি দেখা যায়। ৫০ বছর বয়সি কোনও মহিলারও একজন তরুণীর মতোই তাঁর শরীরে স্তন ক্যানসার দেখা দেওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকা উচিত। বয়স্ক মহিলাদের কী কারণে স্তন ক্যানসার হতে পারে, কী ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করে, সে সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। এই রিস্ক ফ্যাক্টরগুলির জন্যই স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়ে।
এই রিস্ক ফ্যাক্টরগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু বলা সম্ভব কি?
- সাধারণত একজন মহিলা কোন বয়সে রজঃস্বলা হচ্ছেন এবং কোন বয়সে তাঁর মেনোপজ হচ্ছে, তার ওপর নির্ভর করে তাঁর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি। যেসব মহিলা ১২ বছর বয়স হওয়ার আগেই রজঃস্বলা হন এবং ৫৫ বছর বয়স হওয়ার পর যাঁদের মেনোপজ হয়– তাঁদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সামান্য বেশি। কারণ, নারী হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উপস্থিতি এর ফলে শরীরে বেশিদিন থেকে যায়, যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও, বয়সজনিত অন্যান্য শারীরিক পরিবর্তনও স্তন ক্যানসারের সম্ভাবনা বাড়াতে পারে। বয়স বাড়ার সঙ্গে মহিলাদের স্তনের তন্তুর গঠন পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলেও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
স্তন ক্যানসারের চিকিৎসা কি বয়সভেদে আলাদা?
- বয়স্ক মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের চিকিৎসায় থেরাপি কম্বিনেশেন সংখ্যায় কম হয়। ফলে চিকিৎসা পদ্ধতি সহজ হয়। কিন্তু এক্ষেত্রে যেসব সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়, তা অনেক সময় সামলানো কঠিন হয়ে পড়ে। যদি কোনও বয়স্ক মহিলার স্তন ক্যানসার অ্যাডভান্সড স্টেজে বা প্রাথমিক চিকিৎসার সময় পেরিয়ে যাওয়ার পর ধরা পড়ে, সেক্ষেত্রে কেমোথেরাপিই যথাযোগ্য চিকিৎসা পদ্ধতি। যদিও অল্পবয়সিদের তুলনায় বয়স্কদের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হবে। রোগীর শরীর এই পার্শ্বপ্রতিক্রিয়া কতখানি গ্রহণ করতে পারছে এবং তাঁর দৈনন্দিন জীবনে তার কী ধরনের প্রভাব পড়বে, তার ওপর ভিত্তি করেই চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।
বয়স্ক মহিলাদের স্তন ক্যানসারের জন্য কী ধরনের শারীরিক পরীক্ষা বা স্ক্রিনিং হওয়া উচিত?
आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें
সাবস্ক্রিপশন-এর সঙ্গে পাবেন
700-র বেশি অডিয়ো স্টোরিজ
6000-এর বেশি মনছোঁয়া গল্প
গৃহশোভা ম্যাগাজিন-এর সমস্ত নতুন ফিচার
5000-এর বেশি লাইফস্টাইল টিপস
2000-এর বেশি বিউটি টিপস
2000-এর বেশি টেস্টি ফুড রেসিপি
আরো গল্প পড়তে ক্লিক করুন...
গৃহশোভা থেকে এবং