অনেকসময় শৈশবেই বহু শিশুর মানসিক সমস্যা দেখা দেয়। এর ফলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে ভীষণ বিচলিত এবং ভীত হয়ে পড়েন। তবে এক্ষেত্রে ভয় না পেয়ে, বাচ্চার সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। কেন না মানসিক সমস্যা অনেক সময় শারীরিক সমস্যার চেয়েও মারাত্মক হয়ে দাঁড়ায়।

প্রয়োজন হয় সঠিক চিকিৎসার। প্রথম থেকেই যদি সঠিক চিকিৎসা হয় তাহলে বাচ্চারা সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। শিশুদের মানসিক রোগ সম্পর্কে বিস্তারিত জেনে রাখার প্রয়োজন সকলেরই।

  • শিশুদের খারাপ আচরণ মানেই কি মানসিক সমস্যা?
  • শিশুদের মধ্যে কেন মানসিক সমস্যা দেখা দেয় ?
  • শিশুদের মানসিক রোগ ও লক্ষণ সমূহ।
  • শিশুদের কী কী ধরনের মানসিক সমস্যা হতে পারে?

* অটিজম

* ডিসলেক্সিয়া

* শর্ট টার্ম মেমরি লস

* ক্লেপটোম্যানিয়া

* এডিএইচডি

* কনডাক্ট ডিসঅর্ডার

* অপজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার

  • এইসব সমস্যার সম্মুখীন হলে করণীয় কী?

শিশুদের খারাপ আচরণ মানেই কি মানসিক সমস্যা ?

অনেক সময় শিশুরা খুব দুষ্টু আর চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এই ক্ষেত্রে অনেক সময় তারা খারাপ আচরণ করে ফেলে। আর এই বিরূপ আচার-আচরণ মানেই কিন্তু মানসিক সমস্যা নয়। সাধারণত অভিভাবকদের পজেটিভ পেরেন্টিং এই ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তবে অবশ্যই নিজের সন্তানের দিকে অধিক মনোযোগ দিতে হবে এবং সে কেন এই ধরনের আচরণ করছে সেটা বুঝে, তা সমাধানের চেষ্টা করতে হবে। কিন্তু বাচ্চা যদি অতিরিক্ত জেদি, একগুঁয়ে ও অবাধ্য আচরণ করে এবং তা অভিভাবকের পক্ষে সামলানো মুশকিল হয়ে পড়ে, তবে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই বাঞ্ছনীয়।

শিশুদের মধ্যে কেন মানসিক সমস্যা দেখা দেয়?

সাধারণত অনেক কারণে বাচ্চাদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে জেনেটিক, বিরূপ পরিবেশ, কোনও শারীরিক রোগ, বড়ো কোনও দুর্ঘটনা বা ভুল পেরেন্টিং ইত্যাদির কারণে শিশুদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সন্তানের মধ্যে যদি কোনও অস্বাভাবিক আচার-আচরণ কেউ দেখেন, তবে দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের সাহায্য নেওয়া দরকার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...