এখনও পুরোপুরি ক্যান্সার সচেতন নন অনেক মহিলা। অথচ, ক্যান্সার এক মারণ রোগ! এই রোগের নামে  আতঙ্ক এখনও পিছু ছাড়েনি মানুষের। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও অনেক ক্ষেত্রেই ক্যান্সার আক্রান্তদের জীবন বাঁচিয়ে রাখা দুঃসাধ্য হয়ে পড়ে। দরিদ্র অসহায় মানুষদের জন্য এই রোগের চিকিৎসা আরও কষ্টসাধ্য হয়ে পড়ে অনেক সময়ে।

মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যানসারের ঝুঁকি অনেকাংশেই বেশি। তবুও মানুষ শেষ চেষ্টা করে দেখতে চায় সব সময়ই। কিন্তু শেষে গিয়ে চেষ্টার বদলে যদি শুরু থেকেই একটু চেষ্টা করা যায় তাহলে ক্ষতি কী? সেই কারণেই ‘লিভফ্লাই হেলথকেয়ার’ ও ‘চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউট’-এর যৌথ উদ্যোগে সম্প্রতি হাওড়া চেঙ্গাইলের লাডলো জুটমিলে সেখানকার মহিলা শ্রমিক ও মহিলা কর্মচারীদের জন্য বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, টেস্ট ও ক্যান্সার সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই কাজে শামিল হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এছাড়া ছিলেন লাডলো জুটমিলের এমডি ফিজিশিয়ন ডা. এস জাকারিয়া, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কঙ্কনা উমার‍্যে ও ডা. চন্দ্রাণী মল্লিক।

‘লিভফ্লাই’-এর কর্ণধার সৌমাল্য চক্রবর্তী প্রসঙ্গত জানিয়েছেন, ‘মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি থাকে কিন্তু তারা সচেতন হন না। তাই সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন তারা। যেহেতু তারা পরিষেবা ব্যবসার সঙ্গে জড়িত, তাই মানুষের কাছে এই ধরণের পরিষেবা দিতে বদ্ধপরিকর। তারা আরও এই ধরণের সচেতনতামূলক কাজ চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন। ‘লিভফ্লাই’-এর অন্যতম কর্ণধার প্রিয়াঞ্জলী ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘উইমেন্স ডে-র পরে এই ধরণের অনুষ্ঠান প্রাসঙ্গিক। তবে এখানে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ও সারভাইক্যাল ক্যান্সারের পাশাপাশি, ওরাল ক্যান্সারেরও স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। আর কেউ যদি সেরকম বিপদসীমায় আছেন মনে হয়, তাহলে ম্যামোগ্রাফির ব্যবস্থাও রয়েছে। এছাড়াও জেনারেল হেলথকেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে।’

ক্যান্সার সচেতনতামূলক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াংকা সরকার। তিনিও সাধারণ মানুষের উদ্দশ্যে জানিয়েছেন, ‘নারী দিবসের ঠিক পরেই মহিলাদের ক্যান্সারের এইরকম সচেতনতা প্রকল্পে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। ক্যান্সার নিয়ে মনে অনেক ভয় থাকে কিন্তু দুঃখের বিষয় হল এই যে, এখনও কিছুসংখ্যক মহিলা বোঝেন না যে, ক্যান্সার-স্ক্রিনিং করানো কতটা প্রয়োজনীয়। কিন্তু মনে রাখবেন, সঠিক সময়ে টেস্ট না করানোর ফলে ক্যান্সার যদি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তাহলে তখন শারীরিক, মানসিক এবং আর্থিক সবরকম ক্ষতি হয়। আর এই ধরণের টেস্ট করা থাকলে একটু আগে যদি ধরা পড়ে, তাহলে প্রথম ধাপেই চিকিৎসা ও সুস্থতা দুইই সম্ভব, তাও কম খরচাতে। অতএব, ‘লিভফ্লাই’-এর এইরকম উদ্যোগকে মাথায় রেখে আরও বহু সংস্থার এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...