চিকিৎসার খরচ ক্রমশ আকাশ ছুঁচ্ছে। সামান্য জ্বর, সর্দি-কাশিতেই মাসমাইনের অনেকটা চলে যায়। আর একটু বড়োসড়ো কিছু হওয়া মানে তো আর কথাই নেই। রোগীর সঙ্গে চিকিৎসার খরচের চিন্তায় রাতের ঘুম উধাও। চিকিৎসার বিল মেটাতে ঘটিবাটি বিক্রির জোগাড়। তাই ভবিষ্যতে নিজের পরিবার ও নিজেকে সুরক্ষিত রাখতে চিকিৎসা বিমা করে রাখুন।Health issues -এ বড়ো ধাক্বার থেকে বাঁচতে প্রতি বছর অল্প পরিমাণ প্রিমিয়াম দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

Mediclaim করলেই চলবে না। বাজারে বহু কোম্পানি আছে। রয়েছে বিভিন্ন প্ল্যানের মেডিক্লেম। কোনওটাতে প্রথমে আপনাকে খরচ করতে হবে, পরে টাকা পাবেন। আবার কোনওটাতে চিকিৎসা খরচ সরাসরি হাসপাতালে জমা পড়বে। এছাড়াও আরও বেশ কিছু বিষয়– কোন রোগের খরচ পাবেন, কোনটার নয়। কী কী রোগে কতদিন ‘লক ইন পিরিয়ড’ রয়েছে। হাসপাতাল, নার্সিংহোমের নাম ইত্যাদি। মেডিক্লেম করার আগে তাই ভালোভাবে খতিয়ে দেখাটা জরুরি।

মেডিক্লেম পদ্ধতি

মূলত দুই ধরনের পদ্ধতি প্রচলিত। ক্যাশলেস ও রি-ইম্বার্সমেন্ট। ক্যাশলেসের মধ্যে বিমাকৃত অর্থের মধ্যে খরচ হলে এক পয়সাও আপনাকে দিতে হবে না। তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি হলেই চলবে। বিমা সংস্থাই সরাসরি চিকিৎসার বিল মিটিয়ে দেবে। রি-ইম্বার্সমেন্ট পদ্ধতিতে শুরুতে আপনাকে খরচ বহন করতে হবে। পরে চিকিৎসা সংক্রান্ত নথি, রসিদ জমা দেওয়ার পর তা মিটিয়ে দেবে বিমা সংস্থা। দুই পদ্ধতির মধ্যে ক্যাশলেস তুলনামূলক সুবিধার। কারণ হঠাৎ করে হাসপাতালে ভর্তি হতে হলে, অনেক সময় হাতে টাকা থাকে না। মেডিক্লেম ক্যাশলেস থাকলে সেই টেনশন দূর হয়। ‘টিপিএ’ অর্থাৎ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে বিমা সংস্থা যার দায় নিয়ে নেয়।

টিপিএ -

১)  মেডিক্লেমের ক্ষেত্রে টিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাশলেস পরিষেবার মূল রাশটাই থাকে বিমা সংস্থা ও হাসপাতালের মধ্যে যোগসূত্রকারী এই টিপিএ-র হাতে। হাসপাতাল, নার্সিংহোমের সঙ্গে চুক্তি করে টিপিএ এবং চুক্তিভুক্ত হাসপাতালে গ্রাহকদের চিকিৎসা পরিষেবার বিষয়টি দেখভাল করে।

২)  সার্ভেয়ার, ইন্সপেক্টর, রিটায়ার্ড ইনশিয়োরেন্স অফিসার, কখনও কখনও ডাক্তাররাও টিপিএ হিসাবে কাজ করে থাকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...