পাওয়ার ছাড়া চশমা পরে ব্যক্তিত্ব বাড়াতে চান কেউ-কেউ। তবে এই ধরনের ইচ্ছে যাদের হয়, তাদের সংখ্যা খুবই কম। বরং বেশিরভাগ লোকের এর ঠিক উল্টো ইচ্ছেটাই হয় বেশি। বিশেষকরে এই প্রজন্মের তরুণ-তরুণীরা তো চশমা পরার ঘোর বিরোধী। ‘চশমা মানেই বাড়তি বোঝা’, ‘ভেঙে যেতে পারে’, ‘সৌন্দর্য নষ্ট হয়’-- এমন অনেক বক্তব্যই বেশি পাওয়া যায় সমীক্ষায়। অতএব, চশমা ক্রমশ হারিয়েছে জনপ্রিয়তা। ঠিক এই কারণেই চশমার পরিবর্তে অনেকে ব্যবহার করেন কনট্যাক্ট লেন্স। কিন্তু এই কনট্যাক্ট লেন্স ব্যবহারেও রয়েছে পরা-খোলার অসুবিধা। আর এইসব অসুবিধা দূর করার জন্য সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি বিশেষ ধরনের লেন্স।

যারা চশমা পরতে চান না, তাদের কী নতুন খবর দেবেন?

আবিষ্কৃত হয়েছে ‘টোরিক ইনট্রা ওকুলার লেন্স’ বা ‘টোরিক আইওএল। চোখের দৃষ্টিশক্তি কমে গেলে চশমা ব্যবহারের প্রয়োজন থাকলেও যারা চশমা পরতে চান না, তাদের জন্য এই ‘টোরিক ইনট্রা ওকুলার লেন্স’। এই লেন্স দেবে স্পেক্ট্যাক্ল ফ্রিডম। বিশেষকরে ছানি অপারেশন-এর পর যখন চশমা পরা অনিবার্য হয়ে পড়ে, তখন চোখে এই লেন্স বসিয়ে দিলে আর চশমা পরতে হবে না এবং সেইসঙ্গে পাওয়া যাবে আরও অনেক সুবিধা। সম্প্রতি এই বিষয়ে সমস্ত কৌতূহল মেটালেন ‘দিশা আই হসপিটাল’-এর আই সার্জন ডা. দেবাশিস ভট্টাচার্য।

দৃষ্টিশক্তি কম থাকলে যে-কোনও বয়সের নারী-পুরুষ এই লেন্স ব্যবহার করতে পারবেন কি?

শিশু ছাড়া যে-কোনও বয়সের নারী-পুরুষ এই লেন্স ব্যবহার করতে পারবেন। তবে আমরা সাধারণত চোখের ছানি অপারেশন-এর পরই এই ‘টোরিক ইনট্রা ওকুলার লেন্স’ ব্যবহারের পরামর্শ দিচ্ছি।

চোখে ছানি পড়ার বিষয়ে স্বচ্ছ ধারণা নেই অনেকের। একটু আলোকপাত করবেন?

ক্যাটার‍্যাক্ট বা চোখের ছানি হল মেঘাচ্ছন্ন আকাশের মতো। অর্থাৎ, চোখের মণির ওপর পাতলা পর্দার মতো স্তর পড়ে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। এই অবস্থাটিকে এককথায় বলা যায় ‘চিকিৎসাযোগ্য অন্ধত্ব’। ষাট বছর বয়সের ঊধের্ব ভারতীয়দের প্রায় চুয়াত্তর শতাংশই এই রোগের শিকার। এটি সাধারণত বার্ধক্যজনিত চক্ষুরোগ। তবে আজকাল অল্পবয়সি ছেলেমেয়েদেরও চোখে ছানির সমস্যা দেখা যাচ্ছে। রেডিয়েশেন এক্সপোজার, ডায়াবেটিস, আই ট্রমা কিংবা স্টেরয়েড-যুক্ত ওষুধ শরীরে গেলেও ক্যাটার্যাক্ট-এর সমস্যা হতে পারে। আর এই ছানি অপারেশন-এর পর, পুরোপুরি দৃষ্টি ফিরে পাওয়ার জন্য চশমা ব্যবহার অনিবার্য হয়ে পড়ে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...